আজ অনুষ্ঠিত হচ্ছে কর্ণাটকের বিধনসভা নির্বাচন। সেরাজ্যের ২২৪টি বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ শুরু হয়েছে। কে নির্বাচনে জিতে সরকর গড়বে, তার আভাস মিলবে বুথ ফেরত সমীক্ষাতেই। তবে এর আগে জেনে নিন কী বলছে কর্ণাটকের ট্রেন্ড।
1/5আগামী ১৩ মে প্রকাশিত হবে কর্ণাটকের নির্বাচনে ফলাফল। ভোটের দিন দুই পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। অবশ্য, কার 'বিশ্বাস' সঠিক, সে বিষয়ে আভাস মিলবে নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ পরই। একাধিক সংবদমাধ্যম তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করবে। অবশ্য এর আগে জেনে নিন, বিগত কয়েকবারের নির্বাচনে কী ঘটেছে কর্ণাটকে। কী বলছে ট্রেন্ড? (PTI)
2/5জনতা দল ভেঙে জেডিএস তৈরি হয় ১৯৯৯ সালে। ১৯৯৯ সালে প্রথমবারের মতো কর্ণাটকের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জনতা দল সেকুলার। এরপরের নির্বাচন থেকেই আর কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। নয়া শতাব্দীতে একবার নির্বাচনে কংগ্রেস বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। বিজেপি তিনবার বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। (PTI)
3/5এই রাজ্যে জেডিএস ক্রমেই তাদের শক্তি বৃদ্ধি করেছে। বিশেষ করে দক্ষিণ কর্ণাটক তাদের জন্য একটা শক্ত ঘাঁটি। ১৯৯৯ সালে জেডিএস যখন প্রথমবার নির্বাচনে লড়েছিল, তখন মাত্র ১০টি আসনে জিতেছিল জেডিএস। এরপর থেকে ক্রমেই শক্তি বেড়েছে দেবেগৌড়ার দলের। গত নির্বাচনে তারা ৩৭টি আসনে জিতে মুখ্যমন্ত্রীর গদি দখল করেছিল জেডিএস। (PTI)
4/5এদিকে ১৯৯৯ সালের পর শুধুমাত্র ২০১৩ সালেই বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল কংগ্রেস। সেটা ঘটেছিল ২০১৩ সালে। তবে সেবারও একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি কংগ্রেস। এদিকে বিজেপিও কোনওদিন এই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। ২০১৮ সালে ৮০টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। জেডিএস-কে সমর্থন দিয়ে সরকার গঠন করে তারা। বিজেপিকে ঠেকাতে মুখ্যমন্ত্রীর কুর্সি ত্যাগ করেছিল তারা। (PTI)
5/5তবে ২০০৪, ২০০৮ এবং ২০১৮ সালে সর্ববৃহৎ দল হিসেবে উঠে এসেছিল বিজেপি। ২০০৮ সালে বিজেপি ১০৪টি আসনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে থেকে যায়। সরকার গঠন করেও তা কয়েকদিনের মধ্যে পড়ে যায় আস্থা ভোটের কারণে। এরপরে ২০১৯ সালে কংগ্রেস এবং জেডিএস ভাঙিয়ে নিয়ে এসে সরকার গঠন করেছিল বিজেপি। (PTI)