নিউ ইয়র্ক থেকে ভিকি আর ক্যাটরিনা একাধিক ছবি শেয়ার করেছেন। সেখানেই এবার জন্মদিন পালন করবেন অভিনেতা।
1/5বর্তমানে নিউ ইয়র্ক শহরে রয়েছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। বিয়ের পর এটা জুটির তৃতীয় ট্যুর। হানিমুনে গিয়েছিলেন মলদ্বীপ, তারপর কোনও এক অজানা আইল্যান্ডে। আর এবার তাঁরা আমেরিকায়। সেখান থেকেই ছবি শেয়ার করে চলেছেন দম্পতি।
2/5গত বছর ডিসেম্বরেই চার হাত এক হয় ভিকি আর ক্যাটরিনা কাইফের। রাজকীয় সে বিয়েতে অতিথি ছিল গুটিকয়েক। অনুষ্ঠানের ছবি পরে দুই তারকাই শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
3/5সোমবার ভিকির জন্মদিনে এই ছবিটি পোস্ট করলেন ক্যাটরিনা। ক্যাপশনে লিখলেন, ‘নিউ ইয়র্ওক ওয়ালা বার্থ ডে মাই লাভ। তুমি সবকিছু আরও ভালো করে দিয়েছ’। তবে বউয়ের এই ফোটো ক্যাপশনে সামান্য বদল আনলেন ভিকি।
4/5আর তা শুধরে দিয়ে ভিকি লিখলেন, ‘শাদিশুদা বার্থ ডে।’ ভিকি আর ক্যাটরিনার এই মিষ্টি ছবিকে ভালোবাসায় ভরিয়ে তুলল অনুরাগীরা। বেশ মস্করাও হল ভিকির কমেন্ট নিয়ে। কোনও কোনও ভক্ত তো প্রশ্নও তুললেন ‘বিয়ের পরের জন্মদিনটা কতটা আলাদা?’
5/5এর আগে ক্যাটরিনা ভিকিকে নিয়ে নিজের পছন্দের রেস্তোরাঁ ‘বাব্বি'জ’-তে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন। আর সেখানে গিয়ে দু'জনে ডায়েট ভুলে হামলা চালিয়েছিলেন প্যান কেকে। প্রিয়াঙ্কা চোপড়ার ভারতীয় রেস্তোরাঁ ‘সোনা’তেও হাজির হয়েছিলেন তাঁরা।