বেগোনিয়া ফুলকে উত্তর কোরিয়ায় 'কিমজংইলিয়া'ও বলা হয়, প্রাক্তন শাসক কিম জং ইলের নামে।
1/5উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসনের খবর প্রায়ই উঠে আসে বিভিন্ন রিপোর্টে। আর সেই তালিকার নবতম সংযোজনটি শুনলে চমকে উঠবেন সকলেই। ছবি : টুইটার (Twitter)
2/5৬ ফেব্রুয়ারি প্রাক্তন শাসক কিম জং ইলের জন্মবার্ষিকী। ঠিক সেই দিনই বেগোনিয়া ফুল ফোটার কথা ছিল। এই বেগোনিয়া ফুলকে উত্তর কোরিয়ায় 'কিমজংইলিয়া'ও বলা হয়। ছবি : টুইটার (Twitter)
3/5কিন্তু নির্দিষ্ট দিন মেপে কি আর ফুল ফোটানো যায়! সেই দিনই সব ফুল ফোটেনি। কোনও কোনও কুঁড়ি আগেই ফুটে গিয়েছে। আবার কোনও কুঁড়ির আরও ২-৩ দিন লাগবে। আর তাতে চাপে মালীরা। ছবি : টুইটার (Twitter)
4/5অভিযোগ, শাস্তি দিতে মালীদের শ্রম ক্যাম্পে পাঠিয়েছে প্রশাসন। ছবি : রয়টার্স (Twitter)
5/5গ্রিন হাউজের ম্যানেজারকেও ৬ মাসের জন্য লেবর ক্যাম্পে পাঠানো হয়েছে। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স) (Twitter)