Samudrayaan 'MATSYA 6000': এবার গভীর সাগরের রহস্য হবে ভেদ, ভারতের প্রথম সমুদ্রযানে ঢুকলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী
Updated: 12 Sep 2023, 07:54 AM ISTকয়েকবছর আগে থেকেই শুরু হয়েছিল পরিকল্পনা। সমুদ্রের গভীরে গিয়ে রহস্য ভেদের লক্ষ্যে তৈরি করা হচ্ছিল সমুদ্রযান। সেই সমুদ্রযান 'মৎস্য ৬০০০' প্রায় তৈরি হয়ে গিয়েছে। আর এই 'সাবমেরিন'-এর ছবি প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। এই সমুদ্রযানটি সাগরের ৬০০০ মিটার নীচে পর্যন্ত যেতে পারবে।
পরবর্তী ফটো গ্যালারি