Weather Update in Kolkata: মোটামুটি শীতের অনুভূতি হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে এখনও জাঁকিয়ে পড়েনি শীত। তবে নয়া সপ্তাহেই কি জাঁকিয়ে শীত পড়বে পশ্চিমবঙ্গে? উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কত থাকবে ও বৃষ্টি হবে কিনা, তা দেখে নিন -
1/5কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস (আগেরদিন ছিল ১৬.৭ সেলসিয়াস)। যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5আগামী পাঁচদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক ও পরিষ্কার থাকবে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা) এবং দক্ষিণবঙ্গের কোনও জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম) বৃষ্টির পূর্বাভাস নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকতে চলেছে। তবে পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা আরও কিছুটা বেশি হবে। পশ্চিমের জেলাগুলির কোথাও কোথাও স্বাভাবিকের থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/5আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ২৯ ডিগ্রির কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমের জেলাগুলিতে (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলা) আরও তিন-চার ডিগ্রি কম তাপমাত্রা থাকবে। চলতি মাসের মধ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত উত্তরবঙ্গের অধিকাংশ জায়গার তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে। কয়েকটি জায়গায় স্বাভাবিকের থেকে এক-দুই ডিগ্রি কম থাকবে তাপমাত্রা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)