Korean Lifestyle Tips: চিনামাটির বাসনের মতো টানটান, মসৃণ, উজ্জ্বল ত্বক। কোরিয়ানদের টান টান যৌবনের রহস্য জানতে চান সকলেই। আপনিও কি তাঁদেরই মধ্যে পড়েন? সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখুন নিচের টিপসগুলি।
1/7কোরিয়ানদের সুন্দর ত্বকের কথা সবাই জানেন। ‘পোর্সেলিন স্কিনে’র ধারণাটি তাদের থেকেই এসেছে। বিভিন্ন কোরিয়ান বিউটি ভ্লগারদের ভিডিয়ো দেখলেই জানতে পারবেন তার আসল রহস্য। ঠিক কীভাবে এমন ত্বক বজায় রাখেন কোরিয়ানরা? ছবি: পিক্সাবে (Pixabay)
2/7চাল ধোয়া জল: কোরিয়ান মহিলাদের মধ্যে এটা বেশ জনপ্রিয়। চাল ধোয়ার পর সেই জলে ৩০ মিনিট চাল ভিজিয়ে রাখুন। এবার এই চালের জলটা একটি বোতলে ভরে রাখুন। অনেকটা টোনারের মতো করে, মুখ ধোয়ার পর এই জলটা স্প্রে করা যেতে পারে। ছবি- পিক্সাবে (Pixabay)
3/7অ্যালোভেরা: এটিও কোরিয়ায় বেশ জনপ্রিয়। আর ভারতেও খুব সহজলভ্য। চাইলে কোনও ব্র্যান্ডের অ্যালোভেরা জেলও কিনে নিতে পারেন। রোজ রাতে শোওয়ার আগে মুখে ম্যাসাজ করুন। ১ মাসেই ফল পাবেন। ছবি: পিক্সাবে (Pixabay)
4/7মধু: কোরিয়ান বিউটি ভ্লগাররা অনেকে মধু দিয়ে ফেস মাস্ক বানিয়ে ব্যবহার করেন। আপনিও করতে পারেন। একটি পাত্রে মধু, সামান্য লেবুর রস, অল্প হলুদ, অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার সেটা মুখে ম্যাসাজ করুন। এরপর ৩০ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ দিন করে করুন। উপকার পাবেন। ছবি: পিক্সাবে (Pixabay)
5/7ফেস মাস্ক: কোরিয়ান মহিলারা এ বিষয়ে বেশ সচেতন। নিয়মিত ফেস মাস্ক ব্যবহার করেন তাঁরা। ছবি: পিক্সাবে (Pixabay)
6/7সিরাম: বেশিরভাগ কোরিয়ান বিউটি ভ্লগারদের মধ্যেই কিন্তু এটি বেশ কমন। প্রায় প্রত্যেকেই তাঁদের ত্বকের উপযোগী কোনও ভাল মানের সিরাম ব্যবহার করেন। আপনিও ট্রাই করুন। রোজ সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোওয়ার আগে, মুখ ধুয়ে সিরাম মাখার অভ্যাস করুন। ১ মাস করলেই দারুণ ফল পাবেন। তবে কোনও ভাল, উন্নত মানের সিরাম দেখে তবেই কিনবেন। ছবি: পিক্সাবে (Pixabay)
7/7সানস্ক্রিন; কোরিয়ান সমাজে সাদা, ট্যানহীন চামড়ার বেশ গুরুত্ব আছে। আর সেই কারণে রোদ যতটা সম্ভব এড়িয়ে চলেন তাঁরা। রোদে গেলে পর্যাপ্ত, ভাল মানের সানস্ক্রিন ব্যবহার করেন। সানস্ক্রিনে অনেকের ঘাম হয়- কারণ তাঁরা তাঁদের ত্বকের জন্য সঠিক সানস্ক্রিন কেনেন না। একটু অনলাইনে রিভিউ পরে, ভাল মানের সানস্ক্রিন কিনুন। ত্বক ভাল রাখার সবচেয়ে বড় চাবিকাঠি এটি। ছবি: পিক্সাবে (Pixabay)