1/5দিনকয়েক আগে শুরু হলেও বেশ জনপ্রিয়তা পেয়েছে জি বাংলার ধারাবাহিক ‘লালকুঠি’। এক তো রাহুল-রুকমার জুটি। সঙ্গে আবার ভয়-রহস্যের হাতছানি। তাই তো দর্শকদের চর্চায় এই মেগা। তবে এসবের মাঝেই খবর এল জলদি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ‘লালকুঠি’র এক অভিনেতা।
2/5সামনেই বিয়ে ঋতজিৎ চ্যাটার্জী ওরফে শোর্যর। খেয়ে নিয়েছেন আইবুড়ো ভাতও। সেই ছবিই চোখে পড়ল নেটপড়ার। টেলিপাড়ায় হাতেগোনা কাজ করলেও নিজের গুড লুকসের কারণে বেশ জনপ্রিয় ঋতজিৎ। তাই এই সংবাদ অভিনেতার অনুরাগীদের মনে একটু কষ্ট দেবে বৈ কি!
3/5দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতা তিওয়ারিকেই বিয়ে করবেন ঋতজিৎ। দেখে নিন জুটিকে একসঙ্গে। যে কোনও উৎসবেই একসঙ্গে দেখা মেলে তাঁদের। এবার খুব তাড়াতাড়ি দুজন মিলে নতুন জীবন শুরু করবেন।
4/5ধারাবাহিকে বিক্রম অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বড় ভাই শৌর্য। দস্তিদার ফ্যামিলির ব্যবসার কাজ সামলালেও, নাম হয় শুধু ভাই বিক্রমের। এই নিয়ে একটা চাপা অসন্তোষ রয়েছে তার মনে।
5/5নিজের প্রোফাইলে নানা বিটিএস মুহূর্ত শেয়ার করে থাকেন শৌর্য ওরফে বিক্রমজিৎ। সকলে মিলে যে ফাটিয়ে মস্তি করেন তা এই ভিডিয়ো আর ফোটোগুলোই সাক্ষ্মী।