রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। অন্যান্য জেলাতেও অস্বস্তিকর গরম। তবে বিকেলের পরে বহু জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। আগামিকাল সপ্তাহের প্রথম কর্মদিবসেও দিনের বেলায় গরম কতকটা এমই থাকবে। তবে আগামিকাল থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে আভাস মিলেছে।
1/6আগামিকাল, ২২ মে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামিকাল পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঝোড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (PTI)
2/6২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে আগামী সপ্তাহের ২৪ তারিখ জারি করা হয়েছে কমলা সতর্কতা এবং ২৫ মে জারি থাকবে হলুদ সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিনে ধাপে ধাপে গাঙ্গেও পশ্চিমবঙ্গের আবহাওয়া ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। (PTI)
3/6হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২২ থেকে ২৫ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে ২৬ মে কলকাতার পারদ কিছুটা নামতে পারে। আরএমসি ওয়েবসাইট অনুযায়ী, ২৬ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলিসায়স হতে পারে, যা স্বাভাবিকের নীচে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস, সেটাও স্বাভাবিকের থেকে কিছুটা নীচে। (PTI)
4/6এদিকে পরশু, ২৩ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সেদিনও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঝোড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (PTI)
5/6তারপর ২৪ তারিখও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এর জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। (PTI)
6/6২৫ তারিখে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এদিকে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এর জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (PTI)