বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে অবস্থান করছে একটি নিম্নচাপ। আজই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হলে আসন্ন ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাবে। তার আগে আইএমডি এই ঝড়ের সম্ভাব্য গতিপথ নির্ধারণ করেছে।
1/5বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে অবস্থান করছে নিম্নচাপটি। আগামীতে তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর বাঁকা নিয়ে এই ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিকে ছুটবে। বর্তমানে এই নিম্নচাপের ফলে কালো মেঘের রেখা বিরাজ করছে দক্ষিণী রাজ্যগুলির ওপরে। আইএমডি জানিয়েছে, ঠিক কোথায়, কখন এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে এবং সেই সময় এর গতি কত থাকবে, সেই বিষয়ে নিশ্চিত করে জানানো যেতে পারে যাবে আজ সন্ধ্যা নাগাদ।
2/5আজকে গভীর নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরের ওপর অবস্থিত নিম্নচাপটি। এরপরই জানা যাবে যে ঠিক কোথায় স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। আগামী ১২ তারিখ এই সিস্টেমটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। এর আগে, আগামিকাল, ১০ মে এই সিস্টেমটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হবে।
3/5প্রাথমিক ভাবে আইএমডি জানিয়েছে, ১২ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম বা কক্স'স বাজার) এবং মায়ানমারের দিকে এগিয়ে যেতে পারে। আপাতত এই সিস্টেমের জেরে প্রবল বর্ষণ হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী কয়েকদিন তা জারি থাকবে। তাছাড়া কেরল, তামিলনাড়ু, দক্ষিণ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানাতেও বৃষ্টি হচ্ছে।
4/5আজ সকালেই নিম্নচাপটি শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামী কয়েকদিনেই এই ঘূর্ণিঝড় 'সিভিয়ার স্টর্ম' বা শক্তিশালী ঝড়ে পরিণত হবে। সেই সময় এই ঝড়ের গতি ঘণ্টায় ১৩০ কিমি হতে পারে। এর আগে গতকাল সকাল থেকেই এই সিস্টেমের জেরে বঙ্গোপসাগরে ১০০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
5/5হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীতে ওই ঘূর্ণিঝড় মোখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে ধেয়ে যাবে। সেটি যদি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আসত, তাহলে পশ্চিমবঙ্গ প্রভাবিত হতে পারত। তবে, এখন পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। তবে গভীর নিম্নচাপ সৃষ্টির আগে নিশ্চিত ভাবে কিছুই বলা যাচ্ছে না।