Funny railway station names: ভারত জুড়ে রয়েছে অসংখ্য রেলওয়ে স্টেশন। তাদের কত শত নাম। তবে কিছু নাম হেসে পেট ফেটে যাবে!
1/8ভারত জুড়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে পরিষেবা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম জালের মতো বিছিয়ে রেললাইন আর রেলওয়ে স্টেশন। তবে এর মধ্যে কিছু রেলওয়ে স্টেশনের নাম বেশ মজার। নামগুলি শুনলে রীতিমতো হাসিও পাবে, আবার অবাকও হবেন। (indiarailinfo)
2/8কালা বকরা: পাঞ্জাবের একটি স্টেশন হল কালা বকরা। অর্থাৎ কিনা কালো ছাগল! এই নামে রেলস্টেশন হতে পারে কখনও ভেবেছিলেন? কিন্তু পাঞ্জাবের লোকেরা এখানকার নিত্যযাত্রী। (indiarailinfo)
3/8বাপ: বাপ তুলে গালি নয়, একেবারে রেল স্টেশন করে দেওয়া হয়েছে। রাজস্থানের যোধপুরে গেলেই খোঁজ পাবেন এই রেলওয়ে স্টেশনের। (indiarailinfo)
4/8নানা: নানা মানে দাদু জানেন তো? সেই নামে রেলস্টেশনও আছে? বিশ্বাস হচ্ছে না? রাজস্থানের উদয়পুরের সিরোচি জেলায় গেলেই খোঁজ পাবেন। (indiarailinfo)
5/8শালি: শালির সঙ্গে জামাইবাবুদের তো রসিক সম্পর্ক! হাসি ঠাট্টা মজা তামাশা কত কিই না হয়! কিন্তু এই নামেও স্টেশন আছে সেটা জানেন? রাজস্থানের আজমেরে শালি গ্ৰামেই রয়েছে এই স্টেশন। (indiarailinfo)
6/8কুত্তা: কুকুরকে এই নামে ডাকা হয়। তবে কুত্তা বলে তো অনেকেই গাল দেন। অশোভন কথা বলতে কুত্তা শব্দটা বেশ ভালো চলে। একই নামে একটি রেল স্টেশনও রয়েছে ভারতে। কর্ণাটকের কোডাগু জেলায় রয়েছে এই স্টেশন। (indiarailinfo)
7/8ভঁইসা: শব্দটি হিন্দি। যার বাংলা অর্থ মহিষ। এই নামেও রয়েছে স্টেশন। উত্তর প্রদেশের মথুরার কাছে এই রেলওয়ে স্টেশন। (indiarailinfo)
8/8সুয়ার: শুনতে পুরো শুয়োরের মতো। না না এটা গালি নয়, এটিও রেলস্টেশনের নাম। উত্তরপ্রদেশের রামপুর জেলায় রয়েছে এই রেলস্টেশন। (indiarailinfo)