এক ধাক্কায় কমে যাচ্ছে অনেকটাই। দ্রুত এই দাম লাগু হচ্ছে। সব মিলিয়ে সুরাপ্রেমীদের কাছে অত্যন্ত খুশির খবর। সস্তা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মদের দাম। এর জেরে এবার কম দামে পাওয়া যাবে মদ। এটা নিঃসন্দেহে অনেকের কাছে খুশির খবর।
1/4ভারতে তৈরি মদ ও বিদেশি মদের দাম কমে গেল এক ধাক্কায়। তেলেঙ্গানা সরকার শুক্রবার তেলেঙ্গানা স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেডের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে। সেক্ষেত্রে সংশোধিত দামের তালিকাও প্রকাশিত হয়েছে এবার। ৯০ ও ১৮০ মিলিলিটারের মদের বোতলে ১০ টাকা কমছে। ৩৭৫ মিলিতে কমছে ২০ টাকা, ৭৫০ মিলিতে কমছে একেবারে ৪০ টাকা।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/4যে মদগুলি এখনও পর্যন্ত ডিপোতে বা স্টোরে রয়েছে, ডিপোর বাইরে যে ট্রাকগুলি রয়েছে সেগুলি চলতি দামেই বিক্রি করা হবে। অফিসারদের সঙ্গে টেলিকনফারেন্সে আবগারি কমিশনার সরফরাজ আহমেদ জানিয়েছেন, ২০২৩ সালের ৫ মে থেকে যে মদ তৈরি করা হয়েছে তাতে নতুন দাম লেখা থাকছে। সেগুলি নতুন দামে বিক্রি করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/4কমিশনার জানিয়েছেন সমস্ত মদের বিক্রেতারা নতুন দামের কথা জানিয়ে দেবেন। সূত্রের খবর মূলত স্পেশাল সেসটা তুলে নিচ্ছে সরকার। তার জেরেই এই মদের দাম এক ধাক্কায় কমে যাচ্ছে অনেকটাই। দ্রুত এই দাম লাগু হচ্ছে।
4/4সব মিলিয়ে সুরাপ্রেমীদের কাছে অত্যন্ত খুশির খবর। সস্তা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মদের দাম। এর জেরে এবার কম দামে পাওয়া যাবে মদ। এটা নিঃসন্দেহে অনেকের কাছে খুশির খবর।