Lithium Reserve in India Whooping Price: 'শ্রেষ্ঠ মানের লিথিয়াম মিলেছে কাশ্মীরে', দাম জানলে চোখ উঠবে কপালে, ঘুরবে মাথা
Updated: 12 Feb 2023, 12:55 PM ISTদেশের প্রথম লিথিয়াম রিজার্ভের খোঁজ মিলেছে জম্মু ও কাশ্মীরে। এক সরকারি কর্তাকে উদ্ধৃত করে সেই রিজার্ভ নিয়ে বিকিউ প্রাইমের এক রিপোর্টে দাবি করা হয়েছে, এই রিজার্ভে থাকা লিথিয়াম নাকি শ্রেষ্ঠ মানের। এর ফলে জম্মু ও কাশ্মীরের সেই অঞ্চলের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে বলে আশা করছেন অনেকেই।
পরবর্তী ফটো গ্যালারি