রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালির আবেগ বরাবরের। আর যদি রাস্তায় রবীন্দ্রনাথের মতো কাউকে দেখতে পান? জেনে নিন আজ কী হল জোড়াসাঁকোতে…
1/5মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী। গোটা বাংলা জুড়ে রবীন্দ্র স্মরণে নানা অনুষ্ঠান। জোড়াসাঁকো, রবীন্দ্রভারতী, শান্তিনিকেতনে প্রথা মেনে নানা অনুষ্ঠান। রবীন্দ্রভারতীর ছাত্রছাত্রীরা এভাবেই রবি ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে সেলফি তুললেন। (ANI Photo) (Utpal Sarkar)
2/5জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আচমকাই যেন হাজির স্ময়ং রবীন্দ্রনাথ! বাঙালির মননে আছেন প্রাণের কবি রবীন্দ্রনাথ। কিন্তু অনেকটা রবীন্দ্রনাথের মতো দেখতে সোমনাথ ভদ্র। এই মুখটির সঙ্গে ইতিমধ্যেই পরিচিত অনেকেই। কিন্তু এদিন যেন তাঁকে দেখে খানিকটা চমকেই গিয়েছিলেন অনেকে। চেহারায় অদ্ভূত মিল। তাঁকে ঘিরেই সেলফি তোলার জন্য় ভিড়। (ANI Photo) (Utpal Sarkar)
3/5রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিলেন সোমনাথ। অনেকেরই চোখ গেল তাঁর দিকে। একেবারে সেই দাড়ি। প্রতিবারই এই দিনে আসার চেষ্টা করেন জোড়াসাঁকোতে। ফের এলেন তিনি। (ANI Photo) (Utpal Sarkar)
4/5রবি ঠাকুরের মুর্তি। ভক্তিভরে মালা দিচ্ছেন ভক্তরা। তার পাশে দাঁড়িয়ে ছবি তুললেন সোমনাথ ভদ্র। আসলে তিনি হেদুয়ার বাসিন্দা। প্রথমদিকে দাড়ি রাখতেন না। এখন রাখেন। (ANI Photo) (Utpal Sarkar)
5/5দার্জিলিংয়ের মংপু থেকে কলকাতার জোড়াসাঁকো রবীন্দ্র অনুরাগীরা গোটা দিন কাটালেন রবীন্দ্রনাথের সান্নিধ্য়ে। তাঁর মহান সৃষ্টিতে অবগাহন করলেন রবীন্দ্রপ্রেমীরা। (PTI Photo) (Utpal Sarkar)