জ্যোতিষ মতে বলা হয়, মেষ ও বৃশ্চিক গ্রহের স্বামী গ্... more
জ্যোতিষ মতে বলা হয়, মেষ ও বৃশ্চিক গ্রহের স্বামী গ্রহ হল মঙ্গল। আর মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে এই দুই রাশি তো বটেই, তার সঙ্গে একাধিক রাশিতে প্রভাব পড়তে চলেছে। আগামী ১০ অগাস্ট পর্যন্ত মঙ্গলের রাশি পরিবর্তনের ফলাফল পাবে একাধিক রাশি।
1/9জ্যোতিষমতে মনে করা হয় মঙ্গল গ্রহ হল সাহসিকতার পরিচায়ক। ২৭ জুন নিজের রাশি মেষে প্রবেশ করতে চলেছে মঙ্গল। মঙ্গলের এই রাশি পরিবর্তনের প্রভাব মেষ থেকে শুরু করে বিভিন্ন রাশিতে পড়তে থাকবে। রাশিচক্রের ১২ টি রাশিতেই পড়তে থাকবে এই প্রভাব।(PTI Photo) প্রতীকী ছবি।
2/9জ্যোতিষ মতে বলা হয়, মেষ ও বৃশ্চিক গ্রহের স্বামী গ্রহ হল মঙ্গল। আর মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে এই দুই রাশি তো বটেই, তার সঙ্গে একাধিক রাশিতে প্রভাব পড়তে চলেছে। আগামী ১০ অগাস্ট পর্যন্ত মঙ্গলের রাশি পরিবর্তনের ফলাফল পাবে একাধিক রাশি।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/9১২ টি রাশির মধ্যে বেশ কয়েকটি রাশিতে মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল পড়তে থাকবে। কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে মঙ্গলের প্রভাব ভালভাবে পড়তে চলেছে দেখে নেওয়া যাক জ্যোতিষ মতে।
4/9মেষ- মঙ্গলের রাশি পরিবর্তন লাভজনক হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে এরফলে সুপ্রভাব পড়তে চলেছে। এছাড়াও মঙ্গলের প্রভাব মেষ রাশির জাতক জাতিকারা পাবেন আরও বেশ কিছু সুফল।
5/9মেষ রাশির ওপর মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব- মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আয়ে বৃদ্ধি দেখা যাবে। কোনও অংশিদারির ব্যবসা থাকলে তা ভালদিকে যাবে। পাবেন সাফল্য। মঙ্গলের গোচর আপনার চাকরির পদোন্নতি করবে। কাজে হবে উন্নতি প্রেম বাড়বে।
6/9মিথুন-জ্যোতিষ মকে মিথুন রাশির ওপর মঙ্গলের ২৭ জুনের গোচর দারুন ভাল প্রবাব পেলবে। তার ফলাফল ১০ অগাস্ট পর্যন্ত থাকবে। চাকরির দিক থেকে আপনারা ভাল জায়গায় থাকবেন। পাবেন সাফল্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
7/9মঙ্গলের রাশি পরিবর্তনে মিথুন রাশিতে প্রভাব- মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশিতে বেশ খানিকটা সাফল্য দেখা যাবে। আয়ের দিক থেকে বহু ধরনের উৎস উঠে আসবে। বিভিন্নভাবে হবে আয়। আমদানিতে হবে বৃদ্ধি। কর্মস্থলে আপনার ভাবমূর্তি খুবই ভাল হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
8/9সিংহ- মঙ্গলের রাশি পরিবর্তনে সিংহ রাশির জাতক জাতিকারা দুই দিক থেকেই লাভবান হবেন। চাকরির দিক থেকেও হবেন লাভবান ব্যবসাতেও আসবে সাফল্য। সুখবর পাবেন অবিবাহিতরাও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
9/9সিংহ রাশির ওপর মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব- সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাঁরা সিঙ্গল কিন্তু বিয়ে করতে ইচ্ছুক, তাঁদের জন্য এই সময়টা ভাল। টাকা আসতেই থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। (ছবিটি প্রতীকী)