ভালোভাবেই ছুটছিল মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ। কিন... more
ভালোভাবেই ছুটছিল মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ। কিন্তু একটি বেআইনি জিমে ‘হোঁচট’ খেল। দুর্গাপুজোর আগে মাঝেরহাট মেট্রো স্টেশন চালু করার পরিকল্পনা থাকলেও ওই জিমের কারণে চিন্তা বেড়েছে মেট্রো কর্তৃপক্ষের। ওই জিম সরানোর জন্য ইতিমধ্য রাজ্যের সাহায্য চাওয়া হয়েছে।
1/5ছোট্ট একটি অস্থায়ী এবং বেআইনি জিম। তার জেরে সময়ের মধ্যে মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ শেষ করা নিয়ে জটিলতা তৈরি হল। ওই অনুমোদনহীন জিম সরানোর জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। (ছবি সৌজন্যে কলকাতা মেট্রো)
2/5আপাতত জোকা-এসপ্ল্যানেড করিডরের জোকা থেকে তারাতলা পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা চালু আছে। দুর্গাপুজোর আগেই মাঝেরহাট পর্যন্ত পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দিনকয়েক আগে সেই কথা জানিয়েছেন ওই মেট্রো করিডরের পরিদর্শনে গিয়ে মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। (ছবি সৌজন্যে কলকাতা মেট্রো)
3/5তবে সেই লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে মেট্রোর কাছে সবথেকে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে নবনির্মিত মাঝেরহাট সেতুর কাছে থাকা একটি অনুমোদনহীন ছাউনি। যেখানে একটি জিম চলছে। মেট্রো সূত্রে খবর, ওই ছাউনির ফলে মেট্রোর কাজে সমস্যা হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে মেট্রো সূত্রে খবর। (ছবি সৌজন্যে কলকাতা মেট্রো)
4/5ওই ছাউনি সরানোর জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব ওই অনুমোদনহীন জিম সরানোর জন্য আর্জি জানানো হয়েছে। যা মাঝেরহাট মেট্রো স্টেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। (ছবি সৌজন্যে কলকাতা মেট্রো)
5/5এমনিতে জমি জটের জেরে কলকাতা ও শহরতলির একাধিক মেট্রো প্রকল্প ঘিরে বারবার জটিলতা তৈরি হয়েছে। একই সমস্যা আছে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরেও। আর এবার যখন মাঝেরহাট মেট্রো স্টেশন তৈরি কাজ জোরকদমে চলছে এবং পুজোর আগেই কাজ শেষ করতে চাইছে, তখন একটি বেআইনি জিমের ফের জটিলতা তৈরি হল। (ছবি সৌজন্যে মেট্রো রেল)