নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন রাজ্...
more
নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে যোগ দিয়েছিলেন এসআরএফটিআইএর ছাত্রছাত্রী।মুরলীধর সেন লেনের বিজেপি অফিসের কাছে যায় প্রতিবাদ মিছিল। গণ্ডগোলের আশংকায় পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। শেষ পর্যন্ত অবশ্য মোটের ওপর শান্তিপূর্ণ ছিল মিছিল। সরকার ও ফ্যাসিবাদ বিরোধী গান, স্লোগানে মুখর হয়ে উঠল শনিবারের কলকাতা।
1/9শহীদ মিনার থেকে মহাজাতি সদনে যাওয়ার কথা থাকলেও পরে ছাত্ররা সিদ্ধান্ত নেন তারা বিজেপি হেডকোয়ার্টার্সের সামনে গিয়ে প্রতিবাদ করবেন।
2/9দিলীপ ঘোষ সকালেই বলেছিলেন যে ছাত্ররা যদি তাদের দফতরে জোর করে ঢুকতে যায়, তাহলে যেন স্ট্রেচার নিয়ে আসে। কারণ হেঁটে ফিরতে পারবে না। এই কারণে একটা গণ্ডগোলের আশঙ্কা ছিল।
3/9তেমন ভাবে কোনও দলের পতাকা না থাকলেও মূলত বামপন্থী ও অতি বাম ছাত্র সংগঠনের সদস্যরাই এই মিছিলে ছিলেন
4/9অন্য শহরের মতো এদিন কলকাতাতেও হলো নাগরিকত্ব আইন বিরোধী মিছিল। তবে কোনও দল নয়, ছাত্রছাত্রীর উদ্যোগে মহানগরের পথে শয়ে শয়ে মানুষ
5/9বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী এই মিছিল প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বলেছেন যে ছাত্রদের ভুল বোঝানো হচ্ছে। বেশীরভাগ সিএএ পড়েই দেখেনি বলে তাঁর দাবি।
6/9এনআরসি ও সিএএ নিয়ে গত দুইদিনে কিছুটা হলেও নরম হয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে দেওয়া হয়েছে আশ্বাস। তারপরেও কমছে না জনরোষ।
7/9এদিন সেন্ট্রাল কলকাতায় ব্যপক যানজট হযে এই প্রতিবাদ মিছিলের জন্যে
8/9সেন্ট্রাল কলকাতায় বিজেপি অফিসের সামনে একদিকে ছিলেন ছাত্ররা, অন্যদিকে সিএএ সমর্থনকারীরা। এদেরকে পৃথক রাখার জন্য ব্যারিকেড ও একটি স্ক্রিনের ব্যবস্থা করেছিল পুলিশ, যাতে দুইপক্ষ একে অপরকে দেখতে না পায়।
9/9কিছু ছাত্রছাত্রী ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও তাদের থামায় পুলিশ।