পুরো বিশ্বজুড়েই মাইক্রোসফটের কর্মীদের জন্য বাজেট বৃদ্ধি করা হচ্ছে। সমগ্র ইন্ডাস্ট্রিতে এখন কর্মীদের বিপুল চাহিদা রয়েছে। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।
1/5এমনিতেই বিশ্বের অন্যতম বিপুল বেতন প্রদানকারী সংস্থা মাইক্রোসফট। কিন্তু ভাল প্রোজেক্ট, নয়া স্টার্টআপের অভিজ্ঞতা ও আরও বেশি বেতনের লোভ। মাইক্রোসফটের মতো সংস্থা থেকেও হরদম সুইচ করছেন কর্মীরা। এবার সেটা মোকাবিলাতেই নামল মাইক্রোসফট। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5সংস্থার সিইও সত্য নাদেলা জানালেন, সংস্থার প্রায় সব কর্মীদেরই গড়ে ৫০% বেতন বৃদ্ধি করা হবে। ফাইল ছবি : টুইটার (REUTERS)
3/5গত জানুয়ারিতে, গুগল তার শীর্ষ চার কর্মকর্তার বেতন বাড়িয়েছিল। ফাইল ছবি : টুইটার (REUTERS)
4/5তাই নয়া বেতন বৃদ্ধির পরিকল্পনায় তাঁদের বেতন বৃদ্ধি করা হবে না। মূলত এন্ট্রি ও মিড লেভেল কর্মীদের বেতন বাড়ানো হবে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5সত্য নাদেলা বলেন, পুরো বিশ্বজুড়েই মাইক্রোসফটের কর্মীদের জন্য বাজেট বৃদ্ধি করা হচ্ছে। সমগ্র ইন্ডাস্ট্রিতে এখন কর্মীদের বিপুল চাহিদা রয়েছে। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। ফাইল ছবি : ব্লুমবার্গ (REUTERS)