ঘুরতে গিয়েছেন মিমি। এবারের ডেস্টিনেশন সি-বিচ। বালি আর সাদা ঢেউয়ে মাখামাখি হয়ে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
1/5চুল পনিটেলে বাঁধা, চোখে রঙিন রোদচশমা। নীল আর সাদা টু-পার্ট পরে সমুদ্রের ধার থেকে ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। আর সেসব ছবি নিমেষে ভাইরাল। প্রিয় সুন্দরী অভিনেত্রীর প্রশংসা করেও যেন আশ মিটছে না অনুরাগীদের।
2/5কোথায় ঘুরতে গিয়েছেন তা জানানি মিমি নিজের পোস্টে। তবে নীল জল, সাদা ঢেউ, পিছনের পাহাড়ি টিলা দেখে অনেকেই অনুমান করছেন হয়তো ফুকেতে গিয়েছেন তিনি। সঙ্গী কে, সেটাও রহস্যই রেখেছেন। নিজের ছবিই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
3/5রোদ থেকে মুখ ঢাকতে নিয়েছেন ইয়াবড় হ্যাট। সঙ্গে চোখেমুখের হাসি আর আনন্দ বলে দিচ্ছে সমুদ্রের নোনা হাওয়া ঠিক কতটা মনে ধরেছে তাঁর।
4/5সপ্তাহখানেক আগেই মুক্তি পেয়েছে মিমির নতুন সিনেমা ‘মিনি’। মাসি আর বোনঝির সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি সেই সিনেমা প্রশংসা পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ছবি বক্স অফিসে ভালো ফল করতেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। প্রথমে পুরি, সেখান থেকে ফিরে হলদিবাড়িতে। আর তারপর এখন সমুদ্রের ধারে।
5/5শুধু ঘুরছেন না, ডায়েটেও ফাঁকি দিচ্ছেন। তাই তো ডাবের জল আর মকটেলের মাঝে কামড় বসাচ্ছেন পিজ্জাতেও।