টমেটো মুখে তো এর আগেও লাগিয়েছেন। কিন্তু এই বিশেষ উপকরণ মিশিয়ে লাগিয়েছেন কি? দেখে নিন সেই সিক্রেট উপাদান।
1/5গরম এসে কড়া নাড়ছে দরজায়। প্যাঁচপেচে ঘামের পাশাপাশি এই সময় আরেক যা সমস্যা বড় আকার ধারণ করে তা হল সানট্যান। রোদে বেরোতে তো হবেই। আর যতই সানস্ক্রিন, ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন না কেন, ট্যান পড়া আটকানো যাবে না। তাই দেখে নিন টমেটোর সঙ্গে কী মিশিয়ে গায়ে ও মুখে লাগালে উঠে যাবে রোদে পোড়া দাগ। আর ত্বক হবে উজ্জ্বল।
2/5টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে দাগহীন করতে সাহায্য করে। এটি বলিরেখা এবং শুষ্কভাব দূর করে ত্বককে মসৃণ করে তোলে। সঙ্গে টমেটোতে থাকা ভিটামন ‘সি’ উজ্জ্বল রং পেতেও সাহায্য করে। এবার দেখে নেই চলুন টমেটোর সঙ্গে কী মেশাবেন।
3/5টমেটো ছোট টুকরো করে কেটে নিন। এবার একটা বাটিতে নিন কাঁচা দুধ। তারপর সেই কাঁচা দুধে টমেটো ডুবিয়ে মুখে ঘষে নিন। এবার টমেটোর টুকরোটা পরিষ্কার জলে ধুয়ে গ্রেট করে নিন। তা ওই কাঁচা দুধের সঙ্গে মেশান। আর দিন ১ চামচ আটা। ঘাড়ে-গলায়-হাতে-পায়েও ঘষে নিতে পারেন এই প্যাক।
4/5১৫-২০ মিনিট রেখে ফেসপ্যাক ধুয়ে নিন। সান ট্যান বা যে কোনও ধরনের পিগমেন্টেশন পরিষ্কার করার পাশাপাশি এটি পোরস টাইটনিং-এর কাজ করে। সঙ্গে মুখের থেকে সব ময়লা পরিষ্কার হয়ে যাওয়ায় ব্রণর সমস্যাও কম হয়। ফেসপ্যাক তুলে নিয়ে ময়েশ্চারাইজার লাগান। দিনের বেলা হলে অবশ্যই ময়েশ্চারাইজার লাগানোর পর সানস্ক্রিন দেবেন।
5/5দুধে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, যা ত্বকে নতুন কোষ গঠনে সহায়তা করে। পাশাপাশি ত্বকের ইলাস্টিসিটি বাড়িয়ে ত্বককে করে দাগমুক্ত আর প্রাণবন্ত।