বিশ্বের কোন শহরে সবথেকে বেশি সংখ্যক ধন কুবের থাকে? সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনারস গোষ্ঠীর একটি রিপোর্টকে উদ্ধত করে এই প্রশ্নের জবাব দিয়েছে ব্লুমবার্গের একটি প্রতিবেদন। ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নিউ ইয়র্ক, টোকিও এবং স্যান ফ্রান্সিস্কোতে সর্বোচ্চ সংখ্যক ধনকুবের বা মিলয়নেয়ার থাকেন।
1/4প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের সর্বাধিক ধনকুবেরের বাস এই ১০ দেশে: নিউ ইয়র্ক, টোকিও, স্যান ফ্রা্ন্সিস্কো, লন্ডন, সিঙ্গাপোর, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, হিউসটন, বেজিং এবং সাংহাই। এই তালিকায় থাকা প্রথম দশটি দেশের মধ্যে পাঁচটি মার্কিন যুক্তরাষ্ট্রের। এদিকে ভারতের কোনও শহরই এই তালিকায় নেই। এশিয়ার মাত্র তিনটি শহরই এই তালিকায় স্থান পেয়েছে। (ছবিটি প্রতীকী - পিক্স্যাবি)
2/4রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে নিউ ইয়র্কে ১২ শতাংশ মিলয়নেয়ার কমেছে গতবছরের তুলনায়। তবে এখনও তারপরও তালিকার শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে মার্কিন উত্তর-পূর্ব উপকূলের এই শহর। এদিকে গতবছরের তুলনায় এবছর স্যান ফ্রান্সিস্কোতে মিলয়নেয়ারের সংখ্যা বেড়েছে ৪ শতাংশ। এদিকে রিপোর্ট অনুযায়ী, ক্রমতালিকায় চতুর্থ স্থানে থাকা লন্ডনে মিলয়নেয়ারের সংখ্যা ৯ শতাংশ কমেছে। (ছবিটি প্রতীকী - পিক্স্যাবি)
3/4এদিকে রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের রিয়াধ এবং সংযুক্ত আরব আমিরাতের শারজায় মিলয়নেয়ার বৃদ্ধির হার সর্বোচ্চ। এদিকে আবুধাবি এবং দুবাইতেও মিলয়নেয়ার বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী। (ছবিটি প্রতীকী - পিক্স্যাবি)
4/4এদিকে ব্লুমবার্গে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চিনের বেজিং এবং সাংহাইয়ে মিলয়নেয়ারের সংখ্যা খ্রুব দ্রুত হারে হ্রাস করছে। দেশের নিরিখে রাশিয়ার পর এবছর চিনেই সর্বোচ্চ হারে মিলয়নেয়ারের সংখ্যা হ্রাস পেয়েছে। (ছবিটি প্রতীকী - পিক্স্যাবি)