Women's Asia Cup 2022: সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, সেরা বোলিং, সর্বাধিক হাফ-সেঞ্চুরি, এবারের মহিলা এশিয়া কাপের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিগত নজিরে চোখ রাখুন।
1/6এবারের মহিলা এশিয়া কাপে ৮ ম্যাচের ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে সব থেকে বেশি ২১৭ রান সংগ্রহ করেছেন ভারতের জেমিমা রডরিগেজ। ব্যাটিং গড় ৫৪.২৫। স্ট্রাইক-রেট ১৩৫.৬২। যদিও ফাইনালে মাত্র ২ রান করে আউট হন তিনি। ছবি- এএনআই।
2/6টুর্নামেন্টের ৮টি ম্যাচে বল করে সব থেকে বেশি ১৩টি উইকেট নিয়েছেন ভারতের দীপ্তি শর্মা। শ্রীলঙ্কার ইনোকা রণবীরাও নিয়েছেন ৮ ম্যাচে ১৩টি উইকেট। তবে সিংহলি তারকার থেকে দীপ্তির বোলিং গড় ও ইকনমি রেট অনেক ভালো। ছবি- এএনআই।
3/6এশিয়া কাপের ৬টি ম্যাচে ব্যাট করতে নেমে সব থেকে বেশি ৬টি ছক্কা মেরেছেন শেফালি বর্মা। বাংলার রিচা ঘোষ ৮ ম্যাচের ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৫টি ছক্কা হাঁকিয়েছেন। ছবি- এএনআই।
4/6এবারের এশিয়া কাপে একমাত্র ক্রিকেটার হিসেবে একাধিক (২টি) হাফ-সেঞ্চুরি করেছেন জেমিমা রডরিগেজ। ১টি করে হাফ-সেঞ্চুরি করেছেন আরও ১২ জন ব্যাটার। জেমিমা ছাড়া ভারতের হয়ে হাফ-সেঞ্চুরি করেছেন সাবভিনেনি মেঘনা, স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা ও শেফালি বর্মা। ছবি- টুইটার।
5/6এবারের এশিয়া কাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন শ্রীলঙ্কার হর্ষিতা সমরাবিক্রমে। তিনি থাইল্যান্ডের বিরুদ্ধে লিগ ম্যাচে ১০টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন। ছবি- এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
6/6এবারের এশিয়া কাপের একটি ম্যাচে সেরা বোলিং করেছেন পাকিস্তানের ওমাইমা সোহেল। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে লিগের ম্যাচে ১৩ রানের বিনিময়ে ৫টি উইকেট সংগ্রহ করেন। তিনিই একমাত্র বোলার, যিনি এবারের এশিয়া কাপে এক ইনিংসে ৫টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। ছবি- পিসিবি।