বাংলা নিউজ >
ছবিঘর >
দাম মাত্র ৪ হাজার! ব্যাকলেস, কাঁধ খোলা, পা চেরা কালো গাউনে লাস্যময়ী অবতারে মৌনি
দাম মাত্র ৪ হাজার! ব্যাকলেস, কাঁধ খোলা, পা চেরা কালো গাউনে লাস্যময়ী অবতারে মৌনি
Updated: 06 Jun 2022, 12:09 PM IST
লেখক Priyanka Bose
যে কোনও ডিনার ডেটে ট্রাই করা যায় মৌনির এই লুক! তুর্কিতে এই গাউন পরে ছুটির মেজাজে অভিনেত্রী, দেখুন-
1/6ব্যস্ত কাজের শিডিউল থেকে সময় বের করে ইস্তাম্বুল, তুর্কিতে বান্ধবীদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী মৌনি রায়। সেখানে কাঁধ খোলা কালো গাউনে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন মৌনি। (ছবি ইনস্টাগ্রাম)
2/6ইস্তাম্বুলে বান্ধবীদের সঙ্গে ডিনার ডেটে কাঁধ খোলা কালো পা চেরা গাউনে ধরা দিয়েছেন মৌনি। নেটমাধ্যমে অভিনেত্রী ছবি শেয়ার করতেই হু হু করে ভাইরাল।
3/6Iki Chic লেবেলের কালেকশন থেকে মৌনির এই গাউন। সিল্ক এবং শাটিনের কাপড়ে এই গাউনের সঙ্গে হাই হিল জুতো বেছে নিয়েছেন নায়িকা।
4/6মৌনির পোশাকটি ইকি চিক (Iki Chic) ওয়েবসাইটে পাওয়া যাবে। পোশাকের নাম ‘Black Corset Long Tail Evening Gown’।
5/6মৌনির পরনে এই পোশাকের দাম ৩ হাজার ৭৯৯ টাকা। (ikichic.com)
6/6এদিকে, কাজের ফ্রন্টে মৌনিকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। অয়ন মুখোপাধ্য়ায় পরিচালিত ফ্যান্টাসি থ্রিলারে আরও অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন এবং নাগার্জুন। ২০২২ সালের ৯ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।