গত বেশ কয়েকটি ট্রেডিং সেশনেই আপার সার্কিটে রয়েছে SEL ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার।
1/5SEL ম্যানুফ্যাকচারিং শেয়ার গত বছরের অন্যতম জনপ্রিয় মাল্টিব্যাগার স্টক। এক সময়ের পেনি স্টক থেকেই এখন ধনী বিনিয়োগকারীরা। (ছবি সৌজন্য এপি) (AP)
2/5ব্যবসায়িকভাবে সফল টেক্সটাইল সংস্থা SEL ম্যানুফ্যাকচারিং। সময়ের সঙ্গে সংস্থার ব্যবসা বৃদ্ধি পেয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে শেয়ার দর। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (AP)
3/5গত বেশ কয়েকটি ট্রেডিং সেশনেই আপার সার্কিটে রয়েছে SEL ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার। ফাইল ছবি : রয়টার্স (AP)
4/5বুধবারের এক সেশনেই ৫% বেড়েছে এসইএল ম্যানুফ্যাকটারিংয়ের শেয়ার। বর্তমানে এই শেয়ারের দাম ১,৪৭৪.৫০ টাকা। গত ১২ এপ্রিলই এই শেয়ারের দাম ছিল ১,২১৩.১৫ টাকা। ছবি: গুগল ফিন্যান্স (AP)
5/5গত ২৭ অক্টোবর ২০২১-এই এই শেয়ারের দাম ছিল মাত্র ০.৩৫ টাকা করে। সেখান থেকেই এই বিপুল হারে বেড়েছে SEL-এর শেয়ার। ছবি: গুগল ফিন্যান্স (AP)