Mystery over Middle East airspace: মধ্যপ্রাচ্যেও 'বারমুডা ট্রায়াঙ্গেল'? 'অন্ধ' হচ্ছে বহু বিমান! নির্দেশিকা জারি DGCA-র
Updated: 25 Nov 2023, 09:53 AM ISTবারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আজও হতবাক করে অনেককে। একের পর এক বিমান এবং জাহাজ নাকি সেই ত্রিকোণ এলাকায় পৌঁছলেই গায়েব হয়ে যায়। এবার এমনই এক রহস্যজনক অঞ্চলের খোঁজ মিলল ভারতের অদূরেই। এখনও অবশ্য সেখানে কোনও বিমান নিখোঁজ হওয়ার খবর মেলেনি। তবে ক্রমেই সেই অঞ্চল নিয়ে ঘনাচ্ছে রহস্য।
পরবর্তী ফটো গ্যালারি