নেফিউরিওর সঙ্গে বিজেপির সঙ্গ মজবুত হতেই নাগাল্যান্ডে কংগ্রেস দুর্বল হয়ে যায়। নাগাল্যান্ডের তিনবারের মুখ্যমন্ত্রী নেফিউরিও ধীরে ধীরে তাঁর পার্টিকে মজবুত করতে থাকেন বিরোধী শিবির থেকে তাবড় নেতাদের নিজের পক্ষে নিয়ে এসে।
1/4নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। আর সেই ঘূর্ণাবর্তে ঠাসা নাগাল্যান্ডের রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্র সেরাজ্যের মুখ্যমন্ত্রী নেই ফিউরিও। কারোর কাছে তিনি অতি তুখর বুদ্ধির অধিকারী, কারোর কাছে তাঁর ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয়, কারোর কাছে তাঁর রাজনৈতিক কৌশল অসামান্য। নাগা রাজনীতিতে এই মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে একটি বড় চরিত্র। (File Photo) (HT_PRINT)
2/4একটি আঞ্চলিক দলকে নতুন পরিচিতি দিয়ে তাকে ‘নাগাল্যান্ডস পিপলস ফ্রন্ট’ এর নামে নাগা রাজনীতিতে প্রাসঙ্গিক করার মূল হোথা নেফিউরিও। ১৯৮৯ সালে প্রথমবার ভোট রাজনীততে জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। সেই সময় তিনি ছিলেন কংগ্রেসে। তারপর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। নাগা রাজনীতির ইস্যু হয় স্থানীয় সমস্যা, কংগ্রেসের হাত ছেড়ে বেরিয়ে আসেন নেফিউরিও। নাগা রাজনীতিতে ডেমেক্রোটিক অ্যালায়েন্স অফ নাগাল্যান্ড তৈরির কারিগর ছিলেন নেই ফিউরিও। . (ANI) (HT_PRINT)
3/4নেই ফিউরিওর সঙ্গে বিজেপির সঙ্গ মজবুত হতেই নাগাল্যান্ডে কংগ্রেস দুর্বল হয়ে যায়। নাগাল্যান্ডের তিনবারের মুখ্যমন্ত্রী নেই ফিউরিও ধীরে ধীরে তাঁর পার্টিকে মজবুত করতে থাকেন বিরোধী শিবির থেকে তাবড় নেতাদের নিজের পক্ষে নিয়ে এসে। এনপিএফের জমি ধীরে ধীরে নাগাল্যান্ডে পোক্ত হতে থাকে। শুধু নাগাল্যান্ডই নয়, অরুণাচলের যেখানে নাগাদের বসবাস সেখানেও তাঁর পার্টি মজবুত হতে থাকে। (ANI Photo) (HT_PRINT)
4/4২৭ ফেব্রুয়ারিতে আসন্ন নাগাল্যান্ডের বিধানসভা ভোটে, রিওর বিরুদ্ধে সেইভিলি সাচু নামের যুব সমাজের প্রতিনিধিকে দাঁড় করিয়েছে কংগ্রেস। তবে রিও এবারেও নিশ্চিত যে তিনি, ও এনডিপিপি-বিজেপি জোট নাগাল্যান্ডের ভোটে জয়জয়কার নিয়ে আসবে। ৭২ বছর বয়সী রিও এই বারেএ আঙ্গামি ২ কেন্দ্র থেকে লড়ছেন। সঙ্গে রয়েছে ৫০ বছরের রাজনীতির অভিজ্ঞতা। রয়েছে মাত্র একবার হারের অভিজ্ঞতা, তাও সেই হার ছিস ১৯৮৭ সালে তাঁর প্রথম নির্বাচনে হার। ,সব মিলিয়ে এবারের ভোটে রিও একটি বড় চরিত্র নাগা রাজনীতিতে। (PTI Photo) (HT_PRINT)