ফেব্রুয়ারি জুড়ে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০.৮১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। উল্লেখ্য, এই তাপমাত্রার রেকর্ড বলছে, রাতের নিরিখে শুধু ফেব্রুয়ারি মাসে এই তাপমাত্রা পঞ্চম উষ্ণতম। আইএমডির তরফে একথা বলা হয়েছে।
1/6১৯০১ সাল থেকে নেওয়া আবহাওয়া সংক্রান্ত রেকর্ড রয়েছে, তাতে দেখা গিয়েছে, গত ১২২ বছরের মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারি ছিল উষ্ণতম। মঙ্গলবারই আইএমডির তরফে একথা বলা হয়েছে। গোটা মাসে, দিনের বেলায় সর্বোচ্চ গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ১৯০১ সালের পর এটিই সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনের নিরিখে। (PTI Photo)(PTI04_11_2022_000068B) (PTI) (HT_PRINT)
2/6ফেব্রুয়ারি জুড়ে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০.৮১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। উল্লেখ্য, এই তাপমাত্রার রেকর্ড বলছে, রাতের নিরিখে শুধু ফেব্রুয়ারি মাসে এই তাপমাত্রা পঞ্চম উষ্ণতম। আইএমডির তরফে একথা বলা হয়েছে। (Hindustan Times) (HT_PRINT)
3/6আইএমডি জানাচ্ছে, উত্তর ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত ও উত্তর পূর্ব ভারতে এবং উত্তর পশ্চিম ভারতের কিছু আংশে ২০২৩ সালের মার্চ থেকে মে মাসে গরমে তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়াও মধ্য ভারতে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। (Anil Kumar Maurya/HT) (HT_PRINT)
4/6এখানেই শেষ নয়। দিনের বেলায় প্রবল তাপমাত্রার জেরে অত্যিষ্ট হয়ে গেলেও, রাতে নিস্তার নেই! বলা হচ্ছে, গরমের দাপট রাতের বেলাতেও কিছু কম থাকবে না। উত্তর পশ্চিম ও মধ্যভারতে তারই সঙ্গে রয়েছে প্রবল তাপপ্রবাহের আশঙ্কা। তবে দক্ষিণ ভারতে এই তাপপ্রবাহের সেভাবে কোনও প্রভাব দেখা নাও যেতে পারে বলে পূর্বাভাস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (HT_PRINT)
5/6আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, যে মার্চকে বসন্তের অংশ হিসাবে ধরা হত, তা ২০২৩ সালে বেশ খানিকটা তপ্ত থাকবে। মনে করা হচ্ছে, মার্চ মাসেই মধ্য ভারতে ব্যাপকভাবে তাপপ্রবাহ শুরু হতে পারে। দক্ষিণ ভারত বাদে ভারতের প্রায় সর্বত্রই স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (HT_PRINT)
6/6তবে স্বস্তির বার্তা এটাই যে, বর্ষণের পরিমাণে খামতি থাকার সম্ভাবনা নেই। এই বছরের গরমকালে স্বাভাবিক বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আইএডি। তবে উত্তর পূর্ব, মধ্য ভারত, উত্তর পশ্চিম, পশ্চিম মধ্য ভারতে এই বর্ষণের পরিমাণ স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। (ANI Photo) (HT_PRINT)