বাংলা নিউজ > ছবিঘর > NCERT ‘Deemed University’ Status Explained: ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা তো পেল NCERT, তবে এতে কী পরিবর্তন আসতে চলেছে?

NCERT ‘Deemed University’ Status Explained: ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা তো পেল NCERT, তবে এতে কী পরিবর্তন আসতে চলেছে?

‘ডিমড বিশ্ববিদ্যালয়’-এর মর্যাদা পেয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি। ডিমড বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য গতবছরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বা ইউজিসি-র কাছে আবেদন জানিয়েছিল এনসিইআরটি। এনসিইআরটি-র এই আবেদনের প্রেক্ষিতে এই স্বীকৃতি দিয়েছে ইউজিসি।