Life of an Aircraft in India: ভারতে একটা বিমান কত বছর চালানো যায়? এ বিষয়ে কোনও নির্দেশিকা নেই ডিজিসিএ-র। লোকসভায় এমনই তথ্য দিল কেন্দ্র সরকার।
1/5একটা বিমানের জীবনকাল কত? 'কোনও নির্দেশিকা নেই,' জানাল কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রক। বৃহস্পতিবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে মিলল এমনই জবাব। (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক @aaikolairport) (REUTERS)
2/5নিয়ন্ত্রক ডিজিসিএ-এর এ বিষয়ে কোনও নির্দেশিকা নেই বলে জানানো হয়েছে। আরও বলা হয়েছে, ভারতে বিমানগুলি যতদিন সুস্থতার সার্টিফিকেট পায়, ততদিন উড়ান জারি রাখে। (ছবিটি প্রতীকী : রয়টার্স) (REUTERS)
3/5কেন্দ্রীয় মন্ত্রী যদিও অপর এক ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মের বিষয়ে জানান। কী সেই নিয়ম? তিনি বলেন, বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএ, ভারতে বিমান আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমার মানদণ্ড স্থির করেছে। (ফাইল ছবি, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (REUTERS)
4/5যাত্রী পরিষেবায় ব্যবহারের জন্য, প্রেশারাইজড উড়োজাহাজ ১৮ বছর পর্যন্ত পুরানো হতে পারে। অথবা, এর পরিকল্পিত জীবনকালের ৬৫% পর্যন্ত অবস্থায় আমদানি করা যেতে পারে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5অন্যদিকে, পণ্যবাহী বিমানের ক্ষেত্রে নিয়ম আলাদা। এয়ার কার্গো অপারেশনের ক্ষেত্রে বিমানের বয়স ২৫ বছর বা চাপ চক্রের পরিপ্রেক্ষিতে তার পরিকল্পিত অর্থনৈতিক জীবনের ৭৫% পর্যন্ত হতে পারে। এর মধ্যে যেটি আগে আসবে, সেইটিই প্রযোজ্য হবে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রক। প্রতীকী ছবি (REUTERS) (REUTERS)