সেখানকার সংবাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, স্কুলগুলিতে শিক্ষকরা কোনও কাজ না করেই মাসে মাসে নিয়মিত বেতন পাচ্ছেন।
1/5সিন্ধু প্রদেশের প্রায় ১১ হাজার স্কুলে শিক্ষক আছে কিন্তু ছাত্র নেই। পাকিস্তানের মিডিয়া রিপোর্টেই এই উল্লেখ করা হয়েছে। প্রতীকী ছবি : এএনআই (Prateek Kumar/ANI)
2/5সেখানকার সংবাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, স্কুলগুলিতে শিক্ষকরা কোনও কাজ না করেই মাসে মাসে নিয়মিত বেতন পাচ্ছেন। তবে তার পরের অভিযোগটি ভয়ানক। প্রতীকী ছবি : এএনআই (Prateek Kumar/ANI)
3/5'দ্য ট্রিবিউন'-এর রিপোর্টে বলা হয়, প্রভাবশালীরা এই ফাঁকা বিদ্যালয়কে তাদের গেস্ট হাউস হিসেবে ব্যবহার করছেন।প্রতীকী ছবি : এএনআই (Prateek Kumar/ANI)
4/5ট্রিবিউনের রিপোর্ট অনুসারে, গ্রামীণ সিন্ধুতে প্রতি ১ হাজার শিক্ষার্থী-পিছু জন্য ১.৮টি স্কুল রয়েছে। মাত্র ১৫ শতাংশ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অন্তত দু'জন শিক্ষক রয়েছেন। প্রতীকী ছবি : এএনআই (Prateek Kumar/ANI)
5/5সিন্ধু প্রদেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ৪৯ হাজার। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ২ হাজারের একটু বেশি। প্রতীকী ছবি : এএনআই (Prateek Kumar/ANI)