বাংলা নিউজ > ছবিঘর > ৫টি ODI সেঞ্চুরি, পাঁচটিই বিদেশে, ‘যাযাবর’ আফগানদের স্বপ্নের ফেরিওয়ালা এখন KKR তারকা

৫টি ODI সেঞ্চুরি, পাঁচটিই বিদেশে, ‘যাযাবর’ আফগানদের স্বপ্নের ফেরিওয়ালা এখন KKR তারকা

Pakistan vs Afghanistan 2nd ODI: রশিদ খান দীর্ঘদিন ধরেই আফগান ক্রিকেটের স্তম্ভ হিসেবে পরিচিত। তবে আবির্ভাবের পর থেকে রহমনউল্লাহ গুরবাজ যেভাবে ব্যাট হাতে নির্ভরতা দিচ্ছেন আফগানদের, তাঁর কৃতিত্বকে কুর্নিশ জানাতেই হয়। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে গুরবাজ বুঝিয়ে দেন, কেন তাঁর কদর করে KKR।