2/7HDFC ব্যাঙ্কের জন্ম থেকেই তার হাল ধরেছিলেন আদিত্য পুরী। বেসরকারি খাতের বৃহত্তম সংস্থা বানানোর ক্ষেত্রে প্রাক্তন সিইও আদিত্যর ভূমিকা অশেষ। ফাইল ছবি : টুইটার (Twitter)
3/7Paytm-এর শেয়ারের তীব্র পতনে প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। প্রাথমিক পাবলিক অফারে বিনিয়োগকারীরা Paytm শেয়ার যে দামে কিনেছিল তার থেকে ৭৫% কমে ট্রেড করছে৷ এই প্রথমবার নয়। এর আগেও আদিত্য পুরী এই ধরনের কোম্পানির ব্যবসায়িক মডেল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফাইল ছবি: মিন্ট (Twitter)
4/7'পেটিএম, সে তো পেমেন্ট করে। সে লাভটা কখন করেছে?' মুম্বই বিশ্ববিদ্যালয়ের আইএমসি চেম্বার অফ কমার্স দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে আদিত্য পুরী জিজ্ঞাসা করেন৷ ফাইল ছবি : টুইটার (Twitter)
5/7তিনি বলেন, একটি ব্যাঙ্ক তার পরিষেবাগুলি অফার করার জন্য আয় করে। লাভের রিপোর্ট করে। এদিকে, Paytm খালি ক্যাশব্যাক অফার করে তার গ্রাহকদের অর্জন করেছে। ফাইল ছবি: রয়টার্স (Twitter)
6/7ক্রস-সেলিং-এর মতো দিকগুলি? সেক্ষেত্রে তো লাভ আছে? এর উত্তরে পুরী বলেন, এইচডিএফসি ব্যাঙ্ক অটো লোন সেগমেন্টে ক্রস-সেলিংয়ের বাজার ধরতে পারার আগে বহু বছর ধরে কাজ করতে হয়েছিল। গ্রাহকদের অন্যান্য পরিষেবা ক্ষেত্রে এইচডিএফসির দখল সত্ত্বেও এই বাজারটা ধরতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Twitter)
7/7অর্থাত্ পেটিএম-এর পক্ষে ব্যাপারটা যে সহজ হবে না, সেই ইঙ্গিতই দেন তিনি। (ফাইল ছবি মিন্ট) (Twitter)