Petrol-Diesel Price: ঘোষণা করা হয়নি, তাও বাংলার একাধিক জেলায় আজও দাম কমল পেট্রল ও ডিজেলের। এদিকে কয়েকটি জেলায় জ্বালানি তেলের দাম বৃদ্ধিও পেয়েছে যৎসামান্য। এই আবহে কলকাতায় আজ ককতে বিকোচ্ছে পেট্রল ও ডিজেল:
1/4আলিপুরদুয়ারে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৭৯ টাকা (২৫ পয়সা দাম বেড়েছে)। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৭ টকায় (২৪ পয়সা বেড়েছে)। বাঁকুড়ায় পেট্রলের দাম ১০৬.২৪ টাকা (৫ পয়সা দাম কমেছে)। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৯৭ টাকা (৪ পয়সা দাম কমেছে)। বীরভূমে পেট্রলের দাম ১০৬.৪৪ টাকা (১৭ পয়সা সস্তা), ডিজেল ৯৩.১৫ টাকা (১৬ পয়সা সস্তা)। কোচবিহারে পেট্রল বিকোচ্ছে ১০৬.৭৬ টাকায় (২৩ পয়সা সস্তা)। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৪৪ টাকায় (২২ পয়সা সস্তা)। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রল বিকোচ্ছে ১০৬.৫১ (২৯ পয়সা সস্তা) এবং ১০৬.৩৭ (৫ পয়সা দাম বেড়েছে) টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.২১ এবং ৯৩.০৭ টাকায়। (Yogendra Kumar)
3/4কলকাতায় আজ পেট্রল, ডিজেলের দাম অপরিবর্তিত। শহরে পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রলের দাম ১০৫.৯৬ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৬৯ টাকা। হাওড়ায় পেট্রলের দাম ১০৬.০৩ (৩৯ পয়সা সস্তা) টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা (৩২ পয়সা সস্তা)। মুর্শিদাবাদে পেট্রল বিকোচ্ছে ১০৭.১৮ টাকায় (৬ পয়সা দাম বেড়েছে)। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৮৩ টাকায় (৫ পয়সা মূল্যবৃদ্ধি)। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রল বিকোচ্ছে ১০৬.১৮ টাকায় এবং ১০৬.০৩ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯২.৯০ এবং ৯২.৭৬ টাকা করে। (Yogendra Kumar)
4/4এদিকে রাজধানী দিল্লিতে আজ পেট্রলের দাম বেড়ে প্রতি লিটারে ১০৪ টাকা ৬১ পয়সা হয়েছে। একই সময়ে, ডিজেলের দামও লিটার প্রতি ৯৫.০৭ টাকা থেকে বেড়ে ৯৫.৮৭ টাকা হয়েছে। (Yogendra Kumar)