IND W vs AUS W: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭২ রান তোলেন অজিরা। তবে আজ একেবারে বাজে ফিল্ডিং করেছে ভারত। শেফালি বর্মা, রিচা ঘোষরা যদি সুযোগের সদ্ব্যবহার করতেন, তাহলে অস্ট্রেলিয়াকে আরও কম রানে আটকে রাখতে পারতেন।
1/5বেথ মুনি: এটা ভালো স্কোর। ল্যানিং যে কোনও সময় বড় স্কোর করতে পারে বলে মনেই হচ্ছিল। আর ও সেটা করতে পেরেছে দেখে ভালো লাগছে। ব্যক্তিগতভাবে বলতে গেলে বড় শট মেরে ভালোঅ অনুভূতি হচ্ছে। ভারত ভালো বল করেছে। কোনওরকম উইকেট ছাড়াই যে আমরা পাওয়ার প্লে কাটিয়ে দিতে পেরেছি। (ছবি সৌজন্যে এএফপি)
2/5মুনি: শুরুর দিকে পিচে যে স্পিন এবং বাউন্স ছিল, সেটা কাটানোর চেষ্টা করছিলাম আমরা। আমাদের বেছে-বেছে শট খেলতে হচ্ছিল। আমরা যদি ভালো বল করতে পারি, তাহলে ওদের পাওয়ার প্লে'তে আটকে রাখতে পারব। আমাদের বোলিং বিভাগের উপর পুরো বিশ্বাস আছে। আমাদের দল বিশ্বমানের বোলাররা আছে। (ছবি সৌজন্যে এএফপি)
3/5ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ৩৭ বলে ৫৪ রান করেন মুনি। একবার জীবনদান পাওয়ার পর অর্ধশতরান করেন অস্ট্রেলিয়ার ওপেনার। সাতটি চার এবং একটি ছক্কা মারেন। শেষপর্যন্ত শিখা পান্ডের বলে আউট হয়ে যান। (ছবি সৌজন্যে এএফপি)
4/5মুনি ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে বড় রান করেন অধিনায়ক ল্যানিং। ৩৪ বলে অপরাজিত ৪৯ রান করেন। চারটি চার এবং দুটি ছক্কা মারেন। স্ট্রাইক রেট ১৪৪.১১। যিনি একাধিকবার জীবনদান পেয়েছেন। (ছবি সৌজন্যে এএফপি)
5/5আজ ভারতীয় বোলারদের মধ্যে দুই উইকেট নেন শিখা পাণ্ডে। চার ওভারে ৩২ রান দেন। একটি করে উইকেট নেন দীপ্তি শর্মা (চার ওভারে ৩০ রান) এবং রাধা যাদব (চার ওভারে ৩৫ রান)। (ছবি সৌজন্যে এএফপি)