IND W vs AUS W: 'এটা ভালো স্কোর, পাওয়ার প্লে'তে ভারতকে আটকে দিতেই পারি', হুঙ্কার অজি তারকার
Updated: 23 Feb 2023, 08:25 PM ISTIND W vs AUS W: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭২ রান তোলেন অজিরা। তবে আজ একেবারে বাজে ফিল্ডিং করেছে ভারত। শেফালি বর্মা, রিচা ঘোষরা যদি সুযোগের সদ্ব্যবহার করতেন, তাহলে অস্ট্রেলিয়াকে আরও কম রানে আটকে রাখতে পারতেন।
পরবর্তী ফটো গ্যালারি