১লা মার্চ থেকে বদলে যেতে পারে অনেককিছু। এখন থেকেই জেনে নিন। না হলে সমস্যায় পড়তে পারেন। আপডেট থাকা ভালো।
1/6১ মার্চ ২০২৩। সেই দিন থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। জেনে রাখলে রোজকার জীবনে হোঁচট খেতে হবে না আপনাকে। এবার দেখে নিন কোন কোন ক্ষেত্রে এই বদল আসছে। (PTI)
2/6লোন ও ইএমআইতে বড় প্রভাব পড়তে পারে। বলা হচ্ছে রিজার্ভ ব্য়াঙ্ক সম্প্রতি রেপো রেট বৃদ্ধি করেছে। এর জেরে একাধিক ব্যাঙ্ক তাদের এমসিএলআর রেট বাড়িয়েছে। সরাসরি লোন ও ইএমআইতে তার প্রভাব পড়তে পারে। এর জেরে লোনের সুদ আরও বাড়তে পারে। তার মানে সাধারণ মানুষের উপর ইএমআইয়ের বোঝা আরও বাড়বে। (REUTERS) (PTI)
3/6CNG, LPG সিলিন্ডারের দামও বাড়বে। প্রতি মাসের প্রথমেই সিলিন্ডারের দাম ঠিক হয়ে যায়। তবে গতবার সিলিন্ডারের দাম সেভাবে বাড়েনি। তবে এবার মনে করা হচ্ছে সিলিন্ডারের দাম কিছুটা বাড়তে পারে। (PTI Photo) (PTI)
4/6১ মার্চ থেকে বাড়তে পারে ডিএ। পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মচারীর জন্য ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। সরকারি কর্মী, পঞ্চায়েত কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পেনশনার্স সকলের ক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা মিলতে পারে। (PTI)
5/6প্যান আধার সংযোগের ব্যাপারে ডেডলাইন নির্ধারন করা হয়েছে। আয়কর দফতর প্য়ান ও আধার কার্ডের লিঙ্ক করার ব্যাপারে ডেডলাইন নির্ধারন করে দিয়েছে। ৩১ মার্চ এই ডেডলাইন নির্ধারন করা হয়েছে। যদি ৩১ মার্চের মাধ্যমে যদি প্যান ও আধার কার্ডের মধ্যে লিঙ্ক করা না হয় তবে এগুলি আর কার্যকরী হবে না। (Mint) (PTI)
6/6ট্রেনের সূচিরও বদল হতে পারে। গরমকাল আসছে। সেক্ষেত্রে ভারতীয় রেল কিছুক্ষেত্রে ট্রেনের সূচিতে বদল আনতে পারে। মার্চ মাস থেকে এটি সামনে আসতে পারে। মিডিয়া রিপোর্ট অনুসারে ৫০০ মাল গাড়ি ও হাজারখানেক প্য়াসেঞ্জার ট্রেনের সূচি বদলে যেতে পারে। (PTI Photo/Manvender Vashist) (PTI)