শোভন আর বৈশাখী। দোলের দিনে কেমন ভাবে কাটালেন তাঁরা। দেখে নিন তারই টুকরো ছবি।
1/5বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। আর বসন্ত মানে দোল উৎসব। আর সেই দোলের দিনে শুধু মনের রঙে নয়, আবির রঙে পরস্পরকে রাঙিয়ে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় ও শোভন চট্টোপাধ্য়ায়। এককথায় দোলের রঙে রঙ খেললেন শোভন বৈশাখী।
2/5লজ্জায় রাঙা হল দুটো গাল। শোভনের হাত দুটো ধরলেন বৈশাখী। গালে স্পর্শ লাগল অপরের গাল। একে অপরকে ঠান্ডাই খাইয়ে দেন। তাঁদের সঙ্গে ছিলেন বৈশাখী কন্যা মেহুলও। দক্ষিণ কলকাতায় শোভন বৈশাখীর বাড়ি এদিন সর্ব অর্থেই রঙিন হয়ে ওঠে। বৈশাখীর কাঁধে হাত রাখলেন শোভন। বৈশাখীর গাল তখন কাছাকাছি। আরও রোমান্টিক হয়ে উঠল গোটা দোল উৎসব। সংগৃহীত ছবি
3/5বহু চর্চা, বহু. আলোচনা। তির্যক চাহনিও আছে। তবুও বার বার জিতে যায় প্রেম। শোভন বৈশাখী ভালোবাসার অধ্যায়ও এখন বঙ্গজীবনের চর্চার অঙ্গ। আজ যারা রঙ খেললেন অথবা খেললেন না, ফ্ল্য়াটের জানালা দিয়ে তাকিয়ে দেখলেন রঙিন জীবনকে, তাঁদের মনে এসেছে এই শোভন বৈশাখী জুটির কথা। কেমন করে কাটালেন তাঁরা দোলের দিনটা। তারই ছবি রইল কয়েকটি। ফাইল ছবি ফেসবুক।
4/5দোল খেললেন শোভন বৈশাখী। সবুজ, লাল দুটো রঙই ছিল। গেরুয়া ছিল কি না তা জানা নেই। তবে পুরোদস্তুর প্রেমের সাগরে ভাসলেন দুজনেই। এটা ছবি দেখেই আঁচ করেছেন আমজনতা। একজন কলকাতার প্রাক্তন মেয়র। অপরজন অধ্যাপিকা। বসন্ত উৎসবের আনন্দে গা ভাসালেন তাঁরা। ফাইল ছবি, ফেসবুক
5/5এর আগে প্রেম দিবস উদযাপনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। লিখেছিলেন, ‘ আসো তোমাকে ভালোবাসতে দাও, আসো, তোমাকে আমার জীবন উৎসর্গ করতে দাও, আসো, তোমার হাসিতে হারিয়ে যেতে দাও আমায়, আর তোমার কোলেই যেন আমি মরতে পারি’। আর এদিন দোলের দিনে বুঝিয়ে দিলেন তাঁরা আছেন কাছাকাছিই (ছবি-ফেসবুক) ফাইল ছবি