যে ঘরে আপনি দেবতাকে রেখেছেন, সেই ঘরে বা বেদীতে ভুল... more
যে ঘরে আপনি দেবতাকে রেখেছেন, সেই ঘরে বা বেদীতে ভুলেও আত্মীয়তার মধ্যে প্রয়াত কোনও ব্যক্তির ছবি রাখবেন না। এমনই পরামর্শ বাস্তুশাস্ত্রবিদদের। বলা হয়, ঠাকুর ঘরে মৃত মানুষের ছবি রাখলে তা বাড়িতে অশুভ প্রভাব ফেলে। সংসারে অশান্তি লেগে থাকে।
1/5চলছে পিতৃপক্ষ। এই সময়কালের শেষে দেবীপক্ষের সূচনা। মহালয়ার দিন পিতৃপুরুষকে জলদান করে পালিত হয় তর্পণ। তবে এই পিতৃপক্ষের মধ্যে, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে পিতৃপুরুষের ছবি রাখা নিয়েও রয়েছে কিছু টিপস। যার হাত ধরে বাড়িতে বজায় থাকে সুখ শান্তি। দেখে নেওয়া যাক বাড়ির কোন কোন জায়গায় রাখা উচিত নয়।
2/5ঠাকুর ঘর- যে ঘরে আপনি দেবতাকে রেখেছেন, সেই ঘরে বা বেদীতে ভুলেও আত্মীয়তার মধ্যে প্রয়াত কোনও ব্যক্তির ছবি রাখবেন না। এমনই পরামর্শ বাস্তুশাস্ত্রবিদদের। বলা হয়, ঠাকুর ঘরে মৃত মানুষের ছবি রাখলে তা বাড়িতে অশুভ প্রভাব ফেলে। সংসারে অশান্তি লেগে থাকে।
3/5বাড়ির কেন্দ্রের দিকে- বাড়ির কেন্দ্রীয় ঘর যেটি সেখানেও পূর্ব পুরুষের ছবি রাখলে সংসারে অশান্তি লেগে থাকবে। নিত্যই কলহ , বিবাদ এমনকি ভুল বোঝাবুঝিও চলতে থাকবে। এছাড়াও কোনও জীবিত ব্যক্তির ছবির সঙ্গে প্রয়াত ব্যক্তির ছবি না লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে বাস্তুমতে। এতে গৃহস্থের সদস্যদের স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে বলেও মনে করা হয় বাস্তুমতে।
4/5বেডরুম- বাড়ির বেডরুমে প্রয়াত কোনও ব্যক্তির ছবি রাখা শুভ সংকেত দেয় না বলে মত বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের। এছাড়াও কিচেনেও এমন ছবি না রাখার কথা বলা হচ্ছে। বেডরুমে পূর্ব পুরুষের ছবি রাখলে তা তাঁদের অসম্মানজনক বলেও মনে করা হয়।
5/5একাধিক ছবি নয়- বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, কোনও মতেই বাড়িতে একজন প্রয়াত ব্যক্তির একাধিক ছবি লাগানো অনুচিত। এতে বিভিন্ন ধরনের প্রভাব পড়তে থাকে সাংসারিক জীবনে। (এই আলেখ্যতে তুলে ধরা তথ্যের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সত্যতা যাচাইয়ের জন্য বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন।)