1/8সোমবার জার্মানিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান ভারতীয় বংশোদ্ভূতরা। ফাইল ছবি: এএনআই (ANI/ PIB)
2/8ইউরোপে তিন দেশের সফর শুরু করেছেন মোদী। প্রধানমন্ত্রীকে দেখে সব বয়সের মানুষকেই, বিশেষত শিশুদের আনন্দে মেতে উঠতে দেখা গেল। ফাইল ছবি: এএফপি (ANI/ PIB)
3/8সকলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে এবং তাঁর সঙ্গে সেলফি তুলতে ছুটে আসেন। ফাইল ছবি: এএনআই (ANI/ PIB)
4/8মান্য নামে এক শিশু প্রধানমন্ত্রী মোদীকে নিজের হাতে আঁকা প্রতিকৃতি দিয়ে স্বাগত জানায়। মান্য জানায়, প্রধানমন্ত্রী তাঁকে 'সাবাস' বলে প্রশংসা করেছেন। ফাইল ছবি: এএনআই (ANI/ PIB)
5/8তিনটি ইউরোপীয় দেশে সফরের প্রথম ধাপে বার্লিন-ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দর পৌছেছেন প্রধানমন্ত্রী। ফাইল ছবি: এএফপি (ANI/ PIB)
6/8তিনি জানান, এই সফর ভারত-জার্মানির মধ্যে বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে। ছবি: রয়টার্স (ANI/ PIB)
7/8তিনি নবনিযুক্ত চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে প্রথমে ব্যক্তিগত বৈঠক করবেন। রয়টার্স (ANI/ PIB)
8/8বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছানোর পর দেশাত্মবোধক গান গাইল ভারতীয় বংশোদ্ভূত এক খুদে। তাতে তাল মেলালেন মোদী। তুড়িও মারতে দেখা যায় তাঁকে। (ANI/ PIB)