Modi to BJP MPs: অনাস্থা ডিবেট-এ বিজেপি সাংসদের ‘ছক্কা হাঁকানো’র বার্তা মোদীর! গেরুয়া শিবিরে তুঙ্গে প্রস্তুতি
Updated: 08 Aug 2023, 01:58 PM ISTনয়া দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠকে সভায় উপস্থিত সকলের উদ্দেশে মোদী বলেন, বিরোধী INDIA জোট এই অনাস্থা প্রস্তাবের ডাক দিয়ে পরখ করে নিতে চাইছে যে তাঁদের জোটের পার্টিগুলির সঙ্গে সহমত কতজন, আর কতজন এর বিপক্ষে।
পরবর্তী ফটো গ্যালারি