এদিন রাষ্ট্রপতির মুখে কেন্দ্রীয় সরকারে তুমুল প্রশংসা শোনা গেল। তিনি বলেন, 'আগে আয়কর রিটার্নের রিফান্ডের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতে হতো। এখন, আয়কর রিটার্ন (ITR) দাখিল করার কয়েক দিনের মধ্যেই সকলে ট্যাক্স রিফান্ড পেয়ে যান। এর ফলে জিএসটি কর প্রদানের পদ্ধতি স্বচ্ছ হয়েছে। করদাতাদের মর্যাদাও সুনিশ্চিত হয়েছে।'
1/6আয়কর রিটার্নের রিফান্ড এখন অনেক দ্রুত হয়ে গিয়েছে। বর্তমান সরকার সততার সঠিক দাম দেয়। এটি সরকারের কর নীতি এবং নিয়ন্ত্রণের একটি সামগ্রিক ধারণা করতে সাহায্য করে। মঙ্গলবার বাজেট অধিবেশনের সূচনায় এমনটাই বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফাইল ছবি: এএনআই (PTI)
2/6সংসদে রাষ্ট্রপতির এই ভাষণ বেশ তাৎপর্যপূর্ণ। কারণ বাজেট অধিবেশনের শুরুতেই এই বার্তা সরকারের নীতিগত অগ্রাধিকারের কিছুটা ইঙ্গিত দেয়। আগামিকাল বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। ফাইল ছবি: এএনআই (PTI)
3/6এটি পরবর্তী সাধারণ নির্বাচনের আগের শেষ বার্ষিক বাজেট। আসন্ন অর্থনৈতিক মন্দা ও নির্বাচন, দুই চ্যালেঞ্জ মাথায় রেখে তাই সাজাতে হবে রণকৌশল। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/6এদিন রাষ্ট্রপতির মুখে কেন্দ্রীয় সরকারে তুমুল প্রশংসা শোনা গেল। তিনি বলেন, 'আগে আয়কর রিটার্নের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতে হতো। এখন, আয়কর রিটার্ন (ITR) দাখিল করার কয়েক দিনের মধ্যেই সকলে ট্যাক্স রিফান্ড পেয়ে যান। এর ফলে জিএসটি কর প্রদানের পদ্ধতি স্বচ্ছ হয়েছে। করদাতাদের মর্যাদাও সুনিশ্চিত হয়েছে।' ফাইল ছবি: এএনআই (PTI)
5/6সংসদের যৌথ অধিবেশনে এটাই প্রথম ভাষণ রাষ্ট্রপতি মুর্মুর। আর এদিন সরকারের একের পর এক নীতির কথা তুলে ধরলেন তিনি। রাষ্ট্রপতি জানান, সরকার মনে করে, দুর্নীতি হল গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচারের সবচেয়ে বড় শত্রু। তাই বহু বছর ধরেই এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে। আমরা আজ অন্তত এটা নিশ্চিত করতে পেরেছি, যাতে এই সিস্টেমে সৎ ব্যক্তিদের মান রক্ষা করা হয়। ফাইল ছবি: পিটিআই (PTI)
6/6পরিসংখ্যান কী বলছে? সরকারি তথ্যানুসারে, কর বিভাগ আগামী ১ এপ্রিল ২০২২ থেকে ১০ জানুয়ারি ২০২৩-এর মধ্যে ট্যাক্স রিফান্ডের আওতায় ২.৪০ লক্ষ কোটি টাকা ইস্যু করেছে। আগের বছরের তুলনায় যা ৫৮.৭৪% বেশি। ফাইল ছবি: পিটিআই (PTI)