পাঁচ বছরের মেয়াদকাল পূর্ণ। রবিবারই রাষ্ট্রপতি হিসাবে শেষ দিন রামনাথ কোবিন্দের। সোমবার শপথ গ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু। তার আগে রাষ্ট্রপতি কোবিন্দের সম্মানে সেন্ট্রাল হলে বসেছিল বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। বিশেষ স্মারকপত্র দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্যও রাখেন বিদায়ী রাষ্ট্রপতি। একনজরে অনুষ্ঠানের কিছু ছবি।
1/10সেন্ট্রাল হলে ফেয়ারওয়েল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (PTI)
2/10উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও লোকসভার স্পিকার ওম বিড়লা সংবর্ধিত করছেন রাষ্ট্রপতি কোবিন্দকে। (PTI)
3/10চলছে ফেয়ারওয়েল। উপস্থিত সংসদের দুই কক্ষের সদস্যরা। (PTI)
4/10বিশেষ মেমেন্টো দেওয়া হল রাষ্ট্রপতি কোবিন্দকে। (PTI)
5/10বিদায়ী অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অন্যান্য বিশিষ্টরা। (PTI)
6/10শেষবারের মতো সেন্ট্রাল হলে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি। এদিন কোনও রাজনৈতিক তর্ক বিতর্ক নয়, মিশে গেলেন সব দলের নেতারা। (PTI)
7/10অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী (PTI)
8/10প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের সঙ্গে কুশল মঙ্গল বিনিময় বিদায়ী রাষ্ট্রপতির (PTI)
9/10প্রধানমন্ত্রীর সঙ্গে সেন্ট্রাল হলে এলেন রামনাথ কোবিন্দ। উপস্থিত সদস্যদের অভিবাদন সাদরে গ্রহণ করলেন। (PTI)
10/10অসাধারণ ভাবে সাজানো সেন্ট্রাল হলে সাংসদদের বিদায়বার্তা জানালেন রাষ্ট্রপতি। জাতির উদ্দেশ্যে রবিবার বক্তব্য রাখবেন তিনি তাঁর মেয়াদের শেষ দিনে। (PTI)