বাংলা নিউজ > ছবিঘর > Rain in Kolkata & South Bengal: অবশেষে মিলল কলকাতায় বৃষ্টির আভাস, শহরে কবে নাগাদ নামবে স্বস্তির বর্ষণ?

Rain in Kolkata & South Bengal: অবশেষে মিলল কলকাতায় বৃষ্টির আভাস, শহরে কবে নাগাদ নামবে স্বস্তির বর্ষণ?

ধীরে ধীরে কলকাতায় তাপমাত্রা কমতে চলেছে বলে জানাল আবহাওয়া অফিস। দীর্ঘ দাবদাহের পর কিছুটা স্বস্তি পাবেন শহরবাসী। তবে বৃষ্টি কবে নামবে? তারও আভাস মিলেছে আবহাওয়ার পূর্বাভাসে। এদিকে পূর্বাভাস বলছে, আজকে তাপপ্রবাহের সম্ভাবনা কিছুটা কম কলকাতায়। তবে আগামী দুই দিন কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।