‘যা ভারতীয়দের আঘাত করে সেই ভুল করবেন না’, পুঞ্চে ৩ স্থানীয়ের হত্যা বিতর্কের মাঝে সেনাকে কড়া বার্তা রাজনাথের
Updated: 27 Dec 2023, 08:56 PM ISTসেনার উদ্দেশে ওই অনুষ্ঠান থেকে রাজনাথ সিং বলেন, ‘আপনারা দেশের রক্ষক, তবে আমি একটি অনুরোধ করতে চাই যে, দেশেক নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি আপনাদের একটি দায়িত্ব রয়েছে মানুষের মন জয় করার। যা দেশের মানুষকে আঘাত করে তেমন ভুল করা যাবে না।’
সদ্য জম্মু ও কাশ্মীরের বুকে পুঞ্চে স্থানীয় তিন নাগরিকের হত্যার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভূস্বর্গে এই ইস্যুতে স্থানীয়দের একাংশে ক্ষোভের আগুন ছড়িয়ে গিয়েছে। সেনায় শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এরই মাঝে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পৌঁছেছেন কাশ্মীরে। সেখানে তিনি এক অনুষ্ঠানে সেনার প্রতি বার্তায় কার্যত সতর্কবার্তার সুরে বলেন, সেনার ‘কোনও এমন ভুল করা উচিত নয়’ যা একজন ভারতীয়কে আঘাত করে। (PTI Photo)(PTI12_27_2023_000300A)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি