বাংলা নিউজ >
ছবিঘর >
Voltas এসির শেয়ারে মালামাল! ১ লাখ বেড়ে ২.৫৮ কোটি টাকা
Voltas এসির শেয়ারে মালামাল! ১ লাখ বেড়ে ২.৫৮ কোটি টাকা
Updated: 17 Feb 2022, 03:06 PM IST
Soumick Majumdar
- গত ২২ বছরে লাখপতিদের কোটিপতি বানিয়েছে এই শেয়ার।
1/6একদিকে মাল্টিব্যাগার শেয়ারের রিটার্ন। অন্যদিকে টাটা গ্রুপের শেয়ারের নিশ্চয়তা। এমনই শেয়ার হল Voltas। গত ২২ বছরে লাখপতিদের কোটিপতি বানিয়েছে এই শেয়ার। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/6ভাল প্রোডাক্ট ও দুর্দান্ত বিক্রি। দুইয়ের মিশেলে দ্রুত হারে বেড়েছে ভোল্টাস শেয়ারের দর। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
3/6২২ বছর আগে, টাটা গ্রুপের এই শেয়ার NSE-তে ৪.৬৮ টাকা করে ছিল। ফাইল ছবি : পিটিআই (Reuters)
4/6এখন সেটা বেড়ে ১,২০৯ টাকা হয়েছে। (ছবি সৌজন্য পিটিআই) (Reuters)
5/6মাত্র ৫ বছর আগেই দাম ৩৪৬ টাকা ছিল। অর্থাত্ ২০১৭ সালেও যাঁরা এই শেয়ারে টাকা রেখেছেন, তাঁরাও ভালই রিটার্ন পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Reuters)
6/6যদি কেউ ২২ বছর আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে এখন তাঁর শেয়ারের দাম প্রায় ২.৫৮ কোটি টাকা হবে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
অন্য গ্যালারিগুলি