পঞ্চম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০টি ম্যাচ খেলার নজির গড়লেন বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আবু ধাবির ম্যাচটি আরসিবির জার্সিতে তাঁর মাইলস্টোন ম্যাচ। দেখে নেওয়া যাক কোহলির আগে আর কারা এই মাইলস্টোন টপকেছেন।
1/5পঞ্চম ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০০ ম্যাচ খেলার নজির গড়েন বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামা মাত্রই কোহলি এমন এক নজির গড়েন, যা আর কোনও ক্রিকেটারের নেই। কোহলিই একমাত্র ক্রিকেটার, যিনি কোনও একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ২০০ ম্যাচ খেলেন। কোহলি ২০০টি ম্যাচ খেলেছেন আরসিবির জার্সিতে।
2/5আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। মু্ম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচটি ছিল তাঁর কেরিয়ারের ২১২ নম্বর আইপিএল ম্যাচ। ধোনি সিএসকে ছাড়া রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে মাঠে নেমেছেন।
3/5রোহিত শর্মা খেলেছেন ২০৭টি আইপিএল ম্যাচ। তবে শুধু মুম্বইয়ের হয়ে নয়। মুম্বই ইন্ডিয়ান্স ছাড়াও তিনি ডেকান চার্জার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামেন।