করোনাভাইরাস মহামারী শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত এট... more
করোনাভাইরাস মহামারী শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত এটাই একদিনে সর্বাধিক সংক্রমণ।
1/5শুক্রবার একদিনে দেশে ২৩৪,৬৯২ জন করোনা আক্রান্ত। ভারতে করোনা মহামারী শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত এটাই একদিনে সর্বাধিক সংক্রমণ। এর আগের দিন অর্থাত্ বৃহস্পতিবার-শুক্রবার ২৪ ঘণ্টায় ২১৭,৩৫৩ জন করোনা আক্রান্ত হন। ছবি : রয়টার্স
2/5অব্যাহত মৃত্যুমিছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১,৩৪১ জন। ফাইল ছবি : পিটিআই
3/5এখনও পর্যন্ত মোট করোনা পজিটিভ কেস : ১৪,৫২৬,৬০৯ এঁদের মধ্যে সুস্থ হয়েছেন : ১,২৬,৭১,২২০ জন বর্তমানে অ্যাক্টিভ কেস : ১,৬৭৯,৭৪০ মোট মৃত্যু : ১৭৫,৬৪৯ ফাইল ছবি : পিটিআই
4/5শুক্রবার একদিনে রাজ্য মিলল ৬,৯১০ জন করোনা রোগী। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১০,৫০৬। ফাইল ছবি : পিটিআই
5/5করোনার সেকেন্ড ওয়েভে দ্রুত বাড়ছে সংক্রমণ। এর জন্য ডবল মিউট্যান্টের বৃদ্ধিকেই দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে, এর পাশাপাশি, করোনা বিধি নিয়ে আমজনতার অনীহার কথাও তুলে ধরেছেন তাঁরা। চলতি মাসের মাঝামাঝি সংক্রমণ পিক-এ পৌঁছনোর সম্ভাবনা আছে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে, এরপর চলতি মাসের শেষের মধ্যে সংক্রমণের সংখ্যা কমবে বলেও জানিয়েছিলেন তাঁরা। ফাইল ছবি : পিটিআই