বাংলা নিউজ > ছবিঘর > Reliance Jio Mart Job Slash: জিও মার্টের ১০০০ কর্মীকে ছাঁটাই, আরও ১৫ হাজারের চাকরি সঙ্কটে

Reliance Jio Mart Job Slash: জিও মার্টের ১০০০ কর্মীকে ছাঁটাই, আরও ১৫ হাজারের চাকরি সঙ্কটে

জিও মার্টের ১০০০ জন কর্মীকে ছাঁটাই করল রিলায়েন্স। বিগত দিনে বিশ্ব ও দেশের বড় বড় সংস্থার বহু কর্মী চাকরি হারিয়েছেন। তবে সেই সময় কর্মীদের ছাঁটাই করেনি রিলায়েন্স। তবে সম্প্রতি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি কিনে নিয়েছেন মুকেশ আম্বানি। এই আবহে এবার খরচে কাটছাঁট করা হবে আর তাই কর্মী ছাঁটাই জিও মার্টে।

অন্য গ্যালারিগুলি