বাংলা নিউজ > ছবিঘর > Report on Adani Share Manipulation: অস্বচ্ছ ভাবে আদানিদের শেয়ারে বিনিয়োগ গৌতম ঘনিষ্ঠদের, দাবি OCCRP রিপোর্টে

Report on Adani Share Manipulation: অস্বচ্ছ ভাবে আদানিদের শেয়ারে বিনিয়োগ গৌতম ঘনিষ্ঠদের, দাবি OCCRP রিপোর্টে

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে অভিযোগ ছিল, নিজেদের শেয়ার ঘুর পথে কেনে দাম নির্ধারণ করত আদানিরা। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন গৌতম আদানি। তবে সেই অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছিল তদন্ত। আর সেই তদন্ত চলাকালীনই এবার সামনে এল 'অর্গানাইজন ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রোজেক্ট'-এর চাঞ্চল্যকর রিপোর্ট।