বাংলা নিউজ > ছবিঘর > Rice Export Rumor in India: বাড়ছে দাম, নিষিদ্ধ হতে পারে চাল রফতানি? আতঙ্কে বড় পদক্ষেপ রফতানিকারদের

Rice Export Rumor in India: বাড়ছে দাম, নিষিদ্ধ হতে পারে চাল রফতানি? আতঙ্কে বড় পদক্ষেপ রফতানিকারদের

দেশে চালের দাম বাড়লেই সরকারের তরফ থেকে চালের রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনই আশঙ্কা করছে বড় বড় চাল রফতানিকারকরা। এর জেরে আগেভাগেই বড় পদক্ষেপ করছে তারা। যাতে চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পরও যাতে দেশ থেকে ভিনদেশে চাল পাঠানো যায়।