বাংলা নিউজ > ছবিঘর > Russia thanks India over Ukraine: ভারতের জন্যই শুধু রাশিয়াকে দোষারোপ নয়, বললেন EU কর্তা, মস্কো বলল ‘ভাবতেও পারিনি’

Russia thanks India over Ukraine: ভারতের জন্যই শুধু রাশিয়াকে দোষারোপ নয়, বললেন EU কর্তা, মস্কো বলল ‘ভাবতেও পারিনি’

ইউক্রেন যুদ্ধ নিয়ে জি২০ সম্মেলনের দিল্লি ঘোষণাপত্রে যে অবস্থান নেওয়া হয়েছে, সেজন্য নরেন্দ্র মোদী সরকারকে ধন্যবাদ জানাল রাশিয়া। সেইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ঐক্যমতে পৌঁছানোর ক্ষেত্রে মোদীদের ভূমিকা যে কতটা ছিল, সে বিষয়ে মুখ খুললেন ইউরোপিয়ান ইউনিয়নের এক আধিকারিক।