Sealdah Metro Timeline: পুরো স্বপ্নপূরণ হতে এখনও বাকি আছে। তবে আজ ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সবথেকে গুরুত্বপূর্ণ (এখনও পর্যন্ত) শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তার আগে শিয়ালদা মেট্রো স্টেশনের যাত্রাপথ দেখে নিন -
1/7২০০৯ সালে ফেব্রুয়ারিতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাজির ছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/7প্রাথমিকভাবে ২০১৪ সালের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা শুরু হওয়ার কথা ছিল। যে মেট্রো হুগলি নদীর পূর্ব এবং পশ্চিম তীরকে যুক্ত করবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ছুটবে মেট্রো। নদীর তলা দিয়েও মেট্রো ছুটবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/7সেই সময়সীমা পূরণ হয়নি। শেষপর্যন্ত ২০২০ সালের ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের একাংশের উদ্বোধন করা হয়েছিল। পরদিন থেকে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়েছিল। প্রাথমিকভাবে ছ'টি স্টেশনের মধ্যে শুরু হয়েছিল পরিষেবা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো চলত। সেই বছরের ৪ অক্টোবর ইস্ট-ওয়েস্ট মেট্রো ফুলবাগান পর্যন্ত এগিয়ে এসেছিল। আপাতত ৬.৯৭ কিমি পথে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালু আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/7তারইমধ্যে গত বছর ৩ অগস্ট ফুলবাগান-শিয়ালদার মধ্যে পরীক্ষামূলকভাবে প্রথম মেট্রো চালানো হয়েছিল। চলতি বছরের ১৬ ও ১৭ মার্চ পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/7সিআরএসের পরিদর্শনের পরও টালবাহানা চলছিল। অবশেষে আজ উদ্বোধন হতে চলেছে শিয়ালদা মেট্রো স্টেশনের। যে স্টেশন শিয়ালদা রেল স্টেশনের ১৭ মিটার নীচে অবস্থিত। (ছবি সৌজন্যে পিটিআই)
6/7শিয়ালদা স্টেশনে ১৮ টি এসক্যালেটর, ন'টি সিঁড়ি, পাঁচটি লিফট এবং ২৭ টি টিকিট কাউন্টার আছে। শিয়ালদায় থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। অর্থাৎ দু'দিকের গেট দিয়েই ট্রেন থেকে নামতে পারবেন যাত্রীরা। (ছবি সৌজন্যে পিটিআই)
7/7মেট্রো রেল সূত্রে খবর, আগামী বছরের মধ্যেই পুরো ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা শুরু হয়ে যাবে। (ছবি সৌজন্যে এএফপি এবং পিটিআই)